ইসলামাবাদ : আরও তীব্র অর্থনৈতিক সঙ্কট। ক্রমশ ঘোরাল পরিস্থিতি তৈরি হচ্ছে পাকিস্তানে। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে পড়শি দেশে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে লিটারে ২৭২ টাকা ! বিদেশি মুদ্রার তুলনায় পাকিস্তানের টাকার মান একধাক্কায় কমেছে অনেকটা। আর তার জেরেই একলাফে ২২ টাকা ২০ পয়সা বেড়ে গিয়েছে পেট্রোলের দাম। বুধবারই পেশ করা হয়েছে পাকিস্তানের মিনি-বাজেট (Pakistan Mini Budget)। যেখানে দেশের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন পণ্যে প্রবলভাবে বাড়ানো হয়েছে করের পরিমাণ। আর যার পরই অনেকটা বেড়ে গিয়েছে জ্বালানির দাম।


পাকিস্তানের অর্থমন্ত্রকের (Pakistan Finance Ministry) পক্ষ থেকে বিবৃতি জারি করে জ্বালানির দামবৃদ্ধির যে খবর জানানো হয়েছে। এমনিতেই বাড়তে থাকা জ্বালানির জ্বালা, নিত্যপণ্যের অস্বাভাবিক দাম, ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি ও পাক টাকার অবমূল্যায়ন, সবমিলিয়ে ভয়াবহ অর্থনৈতিক ডামাডোল চলছে পাকিস্তানে। যার মাঝে একলাফে পেট্রোলের দামও আরও কিছুটা বেড়ে সেদেশের সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলায় সাধারণ মানুষের উপর চাপের বহর আরও প্রবল হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


বৃহস্পতিবার থেকেই পাকিস্তান জুড়ে জারি হয়েছে নতুন দর। যেখানে ২২ টাকা ২০ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোলের দর হয়েছে ২৭২ টাকা। যা সর্বকালের সর্বোচ্চ (Record Petrol Price in Pakistan)। এদিকে ১৭ টাকা ২০ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৮০ টাকা। কেরোসিন লিটারপ্রতি হয়েছে ২০২ টাকা ৭৩ পয়সা। প্রতি লিটারে কেরোসিন দামী হয়েছে ১২ টাকা ৯০ পয়সা। বাজেটের পর দিনই নতুন দর জারি হওয়ার কথা জানার পর থেকেই পাকিস্তানের বিভিন্ন পেট্রোল পাম্পের বাইরে দেখা গিয়েছে গাড়ির লম্বা লাইন।  


মুডিজের সঙ্গে যুক্ত অভিজ্ঞ অর্থনীতিবিদরা মনে করছেন ২০২৩-এর প্রথমভাগ শেষ হওয়ার আগেই পাকিস্তানের মুদ্রাস্ফীতি (Inflation) ছুঁয়ে ফেলতে পারে ৩৩ শতাংশ। বিশ্ববাজারে পাকিস্তানের প্রবল ঋণ থাকায় এই মুহূর্তে তাঁদের অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে নারাজ নয় কেউই। সাহায্য করতে এগিয়ে আসতে চাইছে না আইএমএফও। এই অবস্থায় পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট কোন পথে গড়ায়, সেটাই দেখার।






আরও পড়ুন- ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, কত হল নতুন রেট ?