(Source: ECI | ABP NEWS)
India-Pakistan Conflict: 'ভারত-পাকিস্তান একসঙ্গে খুব সুন্দরভাবে বসবাস করতে চলেছে, তাই না ?' ট্রাম্পের কথায় কী করলেন পাক প্রধানমন্ত্রী ?
Shehbaz Sharif : সোমবার মিশরে গাজা শান্তি সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময় এই সংক্রান্ত মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে "যুদ্ধ থামানোর" সমস্ত কৃতিত্ব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার মিশরে গাজা শান্তি সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময় এই সংক্রান্ত মন্তব্য করেন তিনি। বিশ্বজুড়ে তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখার জন্য শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। সেই মঞ্চে যোগ দিয়ে শরিফ ট্রাম্পের উদ্দেশে বলেন, "প্রকৃত অর্থে শান্তির মানুষ।" সঙ্গে জোর দিয়ে এও বলেন, পাকিস্তান তাঁর জন্য নোবেল শান্তি পুরস্কার চেয়েছিল "তাঁর অসাধারণ অবদানের জন্য... ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করতে এবং তারপর তাঁর অসাধারণ টিমের সঙ্গে যুদ্ধবিরতি অর্জনে।"
পাকিস্তানের প্রধানমন্ত্রী ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য "এই মহান প্রেসিডেন্টের" মনোনয়নের পুনরাবৃত্তি করেন এবং গাজায় যুদ্ধবিরতি অর্জনের জন্য তাঁকে ধন্যবাদ জানান। এরপরই মঞ্চে এগিয়ে এসে শরিফের বক্তব্যকে "সুন্দর" বলে ব্যাখ্যা করেন ট্রাম্প। পাশাপাশি মজা করে বলেন, আর কিছু বলার নেই: "চলুন বাড়ি চলে যাই।" এরপরই ট্রম্প উল্লেখ করেন, "ভারত ও পাকিস্তান একসঙ্গে খুব সুন্দরভাবে বসবাস করতে চলেছে, তাই না ?" সেই সময় শরিফের সঙ্গে হাসি বিনিময় হয় তাঁর।
দুই রাষ্ট্রনেতার মধ্যে এটি ছিল আরও একটি সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত। এদিকে ভারতে কংগ্রেস নেতা শশী তারুরের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কেবল একজন প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংকে শীর্ষ সম্মেলনে পাঠিয়ে একটা সুযোগ হাতছাড়া করল।
প্রসঙ্গত, গাজা শান্তি পরিকল্পনার মূল শক্তি হিসেবে পরিচিত ট্রাম্প তাঁর মিশরীয় কাউন্টারপার্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে এই শীর্ষ সম্মেলনের যৌথ আয়োজন করছেন। এদিনই গোড়ার দিকে, ইজরায়েলের সংসদে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেন। একইভাবে প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসের কথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যাকে মিশর শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বিদেশ প্রতিমন্ত্রীকে পাঠানো হয়। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে গাজা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি লেখেন, "দুই বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর সকল বন্দির মুক্তিকে আমরা স্বাগত জানাই। তাঁদের মুক্তি তাঁদের পরিবারের সাহস, প্রেসিডেন্ট ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি। সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।" PM Narendra Modi























