নয়া দিল্লি: প্রয়াত প্রাক্তন পাক (Pakistan) প্রেসিডেন্ট (President) পারভেজ মুশারফ (Pervez Musharraf), খবর পাক মিডিয়া সূত্রে। দুবাইয়ের (Dubai) হাসপাতালে ভর্তি ছিলেন মুশারফ। গত ৯ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন মুশারফ। মুশারফের সৎকার কোথায় হবে, তা এখনও স্পষ্ট নয়।
এক নজরে মুশারফ-জীবন
- ১৯৪৩ সালে দিল্লির দরিয়াগঞ্জে জন্ম পারভেজ মুশারফের
- ১৯৪৭ সালে স্বাধীনতার পর, পাকিস্তানে চলে যায় মুশারফের পরিবার
- ১৯৬১-তে পাক সেনায় সামিল হন পারভেজ মুশারফ
- ১৯৬১-তে ১৮ বছর বয়সে পাক সেনাবাহিনীতে যোগ দেন পারভেজ মুশারফ
- ১৯৬৫-তে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের হয়ে লড়েছিলেন মুশারফ
- ১৯৯৯-তে কার্গিল যুদ্ধের পিছনে সক্রিয় ভূমিকা ছিল মুশারফের
- পরে আগরা শান্তি বৈঠকে বাজপেয়ীর সঙ্গে সামিল হন।
- ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত পাকিস্তানের দশম চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি (CJCSC)তে ছিলেন
- ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত সপ্তম শীর্ষ জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন
- ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত তিনি পাকিস্তানের শাসক ছিলেন
- ২০১৯-য়ে তাঁকে দেশদ্রোহিতার দোষে দোষী সাব্যস্ত করা হয়। প্রাণদণ্ড দেওয়া হয় মুশারফকে। কিন্তু পরবর্তী সময়ে মৃত্যুদণ্ড বাতিল হয়
সূত্রের খবর, গত তিন সপ্তাহ ধরে তিনি ‘অ্যামিলোইডুসিস’-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। প্রসঙ্গত, মুশারফ পাকিস্তানের সেনাপ্রধান হওয়ার কয়েক সপ্তাহ পরেই বাসে করে লাহোরে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তিনি যখন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির চেষ্টা করছিলেন।