কলকাতা: টানা ১২ দিন ধরে দামবৃদ্ধির পর, সামান্য কমল জ্বালানির দাম। কলকাতায় পেট্রোলের দাম কমল লিটারপ্রতি ৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৫ পয়সা কমল। এর ফলে রবিবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ৭২ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ৫১ পয়সা। তবে একটানা ১২ দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা রয়েই গিয়েছে।


গতকাল, শনিবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম হল লিটারপ্রতি ৮৪ টাকা ৫৬ পয়সা। এই বছরের শুরু থেকে গত দেড়মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৬ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ৭ টাকা ১২ পয়সা। গত ৬ মাসে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮ টাকা ৩৪ পয়সা। লিটারে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৮৭ পয়সা।


প্রশ্ন একটাই, ভোটের আগেই কি পেট্রোল সেঞ্চুরি হাঁকাবে? এই আশঙ্কাক আবহে সামান্য কমল জ্বালানির দাম। ভোটের আগে যখন রাজ্যে এসে লাগাতার তৃণমূলকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারা, তখন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে পাল্টা রাস্তায় নামছে তৃণমূল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। বেহালায় 3A বাস স্ট্যান্ড থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল। মিছিল শুরু হবে দুপুর ৩টেয়। এছাড়াও, আজ উত্তর কলকাতায় কর্মসূচি রয়েছে তৃণমূলের। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সুবোধ মল্লিক স্কোয়ার মিছিল করবেন তৃণমূল কর্মীরা।