নয়া দিল্লি: এবার থেকে সংসদে স্পিকারের আসনের পাশে থাকবে ‘সেঙ্গল’। নতুন সংসদ ভবনের উদ্বোধনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে ঐতিহাসিক 'সেঙ্গল' তুলে দিলেন পবিত্র শৈব মঠ তিরুভাদুথুরাই অধিনামের সন্ন্যাসীরা। সেই প্রেক্ষাপটেই শনিবার কংগ্রেসকে একহাত নিয়েছেন নরেন্দ্র মোদি। 


শনিবার সন্ধেয় চেন্নাই থেকে দিল্লিতে পৌঁছন অধিনামের ৬০ জন সাধু। এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হন তাঁরা। মন্ত্র পাঠ করে নরেন্দ্র মোদির হাতে 'সেঙ্গল' তুলে দেওয়া হয় আধিনামের পক্ষ থেকে। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকারের চেয়ারের সামনে এটি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তামিল রীতি অনুসারে সেটি স্থাপন করা হবে। সূত্রের সময়, সেই সময় অধিনামের সাধুদের সম্মান জানাবেন প্রধানমন্ত্রী।


এই প্রসঙ্গেই এদিন মোদি বলেন, 'স্বাধীনতার পর যদি পবিত্র সেঙ্গলকে তার যথাযথ সম্মান দেওয়া এবং একটি সম্মানজনক অবস্থান দেওয়া যেত তাহলে ভাল হত। কিন্তু এই সেঙ্গলটি প্রয়াগরাজের আনন্দ ভবনে হাঁটার লাঠি বা হাতের ছড়ি হিসেবে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। তবে এবার আপনাদের 'সেবক' এবং আমাদের সরকার সেঙ্গলকে আনন্দ ভবন থেকে বের করে আনার উদ্যোগটি নিয়েছে।' 


 


 






প্রসঙ্গত, ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন স্বাধীনতার প্রতীক হিসেবে এই সেঙ্গল তৎকালীন প্রধানমন্ত্রী জওহলরলাল নেহরুর হাতে তুলে দিয়েছিলেন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। এই সোনার রাজদণ্ডটি এতদিন রাখা ছিল এলাহাবাদ জাদুঘরে। তবে আগামী ২৮ মে এই রাজদণ্ডটি নতুন সংসদভবনে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


শনিবার আধিনামের সাধুদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। তাঁদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন। সেই সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর উপস্থিতিতেই প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয় ঐতিহাসিক 'সেঙ্গল'। 


সূত্রের খবর, সেঙ্গলকে নতুন সংসদ ভবনে প্রষ্টিত করার আগে তা এক শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হবে। এই গোটা অনুষ্ঠানটি তামিল রীতি মেনে করা হবে বলে দাবি করা হচ্ছে। এই সেঙ্গলটি লোকসভা স্পিকারের আসনের পাশে প্রতিষ্ঠিত করা হবে বলে জানা গিয়েছে।