নয়া দিল্লি: আজ মহাশিবরাত্রি (Mahashivratri)। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আজ। এই দিনটিকে অত্যন্ত পবিত্রও মানা হয়। পুণ্যলাভের আশায় হিন্দুরা মন্দিরে মন্দিরে শিবপূজার আয়োজন করে। উৎসবটি শিব চতুর্দশী হিসেবেও পরিচিত। আর এই শুভ লগ্নে দেশবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।
প্রধানমন্ত্রী এদিন টুইটারে লেখেন, "মহাশিবরাত্রির শুভ উপলক্ষ্যে আপনাদের সকলকে শুভেচ্ছা। দেবতাদের ভগবান মহাদেব সকলকে সাহায্য করুন, কল্যাণ করুন। ওম নমঃ শিবায়।"
এই দিনটিতে দিল্লি সহ দেশের বিভিন্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আছে শিবপূজা, যজ্ঞানুষ্ঠান, শিবের প্রীতর্থে পানি ও দুধ দান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে থাকে।
মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়।