নয়া দিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে গোটা বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির সমস্যা বাড়ছে! ৫ রাজ্যে ভোটের ফলের পরই বললেন প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্য, বিশ্ববাজারে অপরিশোধিত তেল, ভোজ্য তেল, কয়লা কিংবা প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়ছে। এই প্রেক্ষাপটেই বিভিন্ন মহলের আশঙ্কা, ভোট মিটতেই কি বাড়বে জ্বালানি, ভোজ্য তেল ও গ্যাসের দাম?


চার রাজ্যে জয়ের পর বিজেপির সদর দফতর থেকে কর্মীদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। এরই মধ্যে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। যার রেশ পড়েছে ভারতেও। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, "ভারত বাইরে থেকে যে কাঁচা তেল আমদানি করে, পাম অয়েল আমদানি করে, সানফ্লাওয়ার তেল আমদানি করে, তার দামও আন্তর্জাতিক বাজারে প্রচণ্ড গতিতে বাড়ছে + যুদ্ধের কারণে গোটা বিশ্বে মূল্যবৃদ্ধির সমস্যা বাড়ছে। উন্নয়নশীল দেশকে বিশেষভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।" 


উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি।আর ভোটের ফল বেরিয়ে যেতেই কি এবার দাম বাড়তে চলেছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও ভোজ্য তেলের? রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে কি সেই দাম বৃদ্ধিরই ইঙ্গিত দিলেন নরেন্দ্র মোদি? দেশে শেষবার পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন হয়েছিল গত বছরের ৪ নভেম্বর। তারপরই ঘোষণা হয় ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট।


এরপর হু হু করে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বেড়েছে। কিন্তু, ভারতে দাম বাড়ানো হয়নি। তখনই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি ভোটের জন্যই হঠাৎ করে তেলের দাম বাড়ানো বন্ধ করে দেওয়া হল? ভোট মিটতেই কি ফের দাম বাড়ানো শুরু করা হবে? এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধে। বিশ্ব বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত দাম ১৩০ ডলার পর্যন্ত ছুঁয়ে গেছে। কিন্তু, তাও ভারতের বাজারে বাড়ানো হয়নি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম।  রেকর্ড ১২৪ দিন ধরে তেলের দাম বাড়া-কমা কিছুই হয়নি।


কিন্তু, এবার ভোটও শেষ। ফল ঘোষণাও হয়ে গেল। তাই কি এদিন প্রধানমন্ত্রী বললেন, বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির সঙ্কটের সঙ্গে যুঝছে উন্নয়নশীল দেশগুলি। ভোট এলেই, পেট্রোল-ডিজেলের দাম বাড়া বন্ধ হওয়া এবং ভোট মিটে গেলেই দাম বাড়া শুরু হওয়া - এর আগে এমনটা একাধিকবার ঘটেছে। 


২০১৮ সালের মে মাসে কর্নাটকে বিধানসভা ভোট ছিল। সেসময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ৫ ডলার বাড়লেও ১৯ দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। কিন্তু, ভোট শেষ হতেই জ্বালানির দাম চড়চড়িয়ে বাড়তে শুরু করে। ২০১৮ সালের ১৪ মে’র পর, ১৬ দিনে পেট্রোলের দাম লিটার পিছু ৩ টাকা ৮০ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ৩ টাকা ৩৮ পয়সা বেড়ে যায়। ২০১৭ সালে গুজরাতের বিধানসভা ভোটের সময়ও টানা ১৪দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। এবারও কি তাহলে সেরকমই কিছু হবে? খুব দ্রুতই আশঙ্কা সত্যি করে মধ্যবিত্তর ওপরে কোপ পড়তে চলেছে মূল্যবৃদ্ধির? প্রশ্ন বিভিন্ন মহলে।