নয়াদিল্লি : সম্প্রতি ডিপফেক পর্ব শোরগোল ফেলে দিয়েছিল। রয়েছে সাইবার জালিয়াতি, গুরুত্বপূর্ণ তথ্য চুরি, কৃত্রিম বুদ্ধিমত্তায় জঙ্গি সংগঠনগুলোর হাত পাকানোর মতো আশঙ্কা। এই আবহে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এবার সাবধাণবাণী শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, "যদিও এটার ২১ শতকে উন্নয়নের অন্যতম শক্তিশালী মাধ্যম হয়ে ওঠার ক্ষমতা আছে, ধ্বংসের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।" তাই এই ধরনের সমস্যা ঠেকাতে পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী।


 






গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বক্তব্য রাখেন মোদি। সেখানে তিনি বলেন, "একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের বিশ্বমঞ্চে পরিকাঠামো গড়ে তুলতে হবে। মানবতাকে সুরক্ষিত করতে এটা খুব প্রয়োজন। যেমনটা - একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আমাদের চুক্তি ও প্রোটোকল রয়েছে, ঠিক সেভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটি বিশ্বব্যাপী পরিকাঠামো গড়ে তুলতে হবে। তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে উচ্চমাত্রার ঝুঁকিসম্পন্ন AI টুলের পরীক্ষা-নিরীক্ষা ও মোতায়েন।" 


গত মাসেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। AI-এর অপব্যবহার করে ডিপফেক ভিডিও (Deepfake Video) তৈরি করাকে 'ভীষণ উদ্বেগের' বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদি জানান, তিনি ChatGpt-র টিমকে অনুরোধ করেছেন যে, ইন্টারনেটে যদি এ ধরনের ভিডিও ঘোরাঘুরি করে তাহলে যেন সতর্কবার্তা পাঠানো হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে, প্রযুক্তির যাতে দায়িত্ব নিয়ে ব্যবহার করা হয় তা গুরুত্বপূর্ণ।


ডিপফেক বা সিন্থেটিক মিডিয়া। যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনও ব্যক্তির ছবি বা ভিডিওয় অনেকটা একই রকম দেখতে কারও মুখ বসিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক এই রকম কয়েকটি ঘটনা সামনে আসার পর শোরগোল পড়ে যায় গোটা দেশে। এই প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি কয়েকজন বলিউড অভিনেত্রীর ডিপফেক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যার পর থেকেই প্রযুক্তির অপব্যবহার নিয়ে চর্চা শুরু হয়।


এনিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং প্রধানমন্ত্রীও। তাঁর বক্তব্য, এই ডিপফেক ভিডিও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই তিনি দেশের নাগরিক এবং সমাজ মাধ্যমের কাছে এব্যাপারে নজরদারি চালানোর আর্জি জানান। এর পরিপ্রেক্ষিতে তিনি একটি ডিপফেক ভিডিওর কথা তুলে ধরেন। যাতে তাঁকে ঐতিহ্যবাহী গুজরাতি নাচ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রী বলেন, 'আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে আমাকে গরবা নাচতে দেখা গেছে। দেখে একেবারে সত্যি মনে হচ্ছিল।'