সুরাত: গুজরাতের সুরাত পুরসভা, বেশ কিছু সংগঠন ও বাণিজ্যিক গোষ্ঠী ঠিক করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন উপলক্ষ্যে শহরজুড়ে ৭০,০০০ গাছের চারা লাগাবে তারা। এ মাসের ১৭ তারিখ ৭০-এ পা দিচ্ছেন প্রধানমন্ত্রী। শহরের ডেপুটি মেয়র নীরব শাহ এ কথা জানিয়েছেন।
নীরব বলেছেন, দিনপনেরো আগে তাঁরা এই গাছ বসানো শুরু করেছেন। আশা করছেন, ১৬ তারিখের মধ্যে ৭০,০০০ চারা পোঁতা হয়ে যাবে।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী সব সময় মানুষকে অনুরোধ করেন, তাঁর জন্মদিন পালন করতে হলে এমন কিছু করতে, যা সাধারণের পক্ষে উপকারী হবে। তাই এ বছর তাঁর জন্মদিনে সুরাতে সত্তরহাজার গাছ বসানোর পরিকল্পনা করেছেন তাঁরা। এর ফলে শহরে অক্সিজেন মাত্রা বাড়বে, উপকৃত হবে আগামী প্রজন্ম। ১৬ তারিখের মধ্যে ৭০,০০০ গাছ বসানো হয়ে গেলে ১৭ তারিখ তাঁরা আরও কিছু গাছ বসাবেন। বেশ কিছু সংগঠন ও বাণিজ্যিক গোষ্ঠী এই প্রকল্পে যোগ দিতে এগিয়ে এসেছে। গতকাল যেমন কেপি সাংভি অ্যান্ড সন্সের ৫০০ কর্মী চারা পুঁতেছেন, শপথ করেছেন, এগুলিতে জল দেবেন নিয়মিত, রক্ষণাবেক্ষণ করবেন।
সাংভি অ্যান্ড সন্সের ম্যানেজার জিতেন্দ্র মাধিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কয়েকহাজার চারা পুঁতেছেন তাঁরা।
প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন, ৭০,০০০ চারা লাগানো হবে সুরাত জুড়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2020 01:06 PM (IST)
সাংভি অ্যান্ড সন্সের ম্যানেজার জিতেন্দ্র মাধিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কয়েকহাজার চারা পুঁতেছেন তাঁরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -