West Bengal Election 2021 C-Voter Opinion Poll LIVE:আসন কমলেও ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূলই, শক্তি বাড়বে বিজেপির, ইঙ্গিত সমীক্ষায়

West Bengal Election 2021 ABP Ananda C-Voter Opinion Poll LIVE Updates: কোন দল পেতে পারে কত আসন? কারা পেতে পারে কত শতাংশ ভোট। কী বলছে সি ভোটারের জনমত সমীক্ষা। বাংলার বিধান-ওপিনিয়ন পোল, আজ, সোমবার সন্ধে সাতটায়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Jan 2021 10:13 PM
আসন্ন বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে?




তৃণমূল - 43%


বিজেপি - 38%




বাম+কংগ্রেস - 12%



অন্যান্য - 8%






* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
আসন্ন বিধানসভা ভোটে কোন দল ক’টি আসন পেতে পারে?




তৃণমূল - 154-162


বিজেপি - 98-106




বাম+কংগ্রেস - 26-34



অন্যান্য - 2-6




অমিত শাহের ভবিষ্যদ্বাণী, বিধানসভা ভোটে বিজেপি ২০০-র বেশি আসন পাবে। প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ, বিজেপি একশোটি আসনও পাবে না। আপনার মতে, কার ভবিষ্যদ্বাণী মিলবে?




অমিত শাহ - 41%


প্রশান্ত কিশোর - 36%




বলতে পারব না - 23%






* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
ভোট-কৌশল ঠিক করতে, প্রশান্ত কিশোরকে এনে কি তৃণমূল নিজেদের ‘বহিরাগত’ স্লোগানই ভোঁতা করে ফেলল?




হ্যাঁ - 39%


না - 24%



বলতে পারব না - 37%






* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
বিজেপির ‘তোলাবাজ ভাইপো’ স্লোগান কি বিধানসভা ভোটের আগে মানুষের মনে দাগ কাটতে পারবে?




হ্যাঁ - 42%


না - 34%



বলতে পারব না - 24%






* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
আপনার মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য প্রার্থী কে?




মমতা বন্দ্যোপাধ্যায় - 49%


দিলীপ ঘোষ - 19%



সৌরভ গঙ্গোপাধ্যায় - 13%



মুকুল রায় - 7%




সুজন চক্রবর্তী - 4%




অধীর চৌধুরী - 3%






* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
সারদা-নারদকাণ্ডে অভিযুক্তদের দলে নেওয়ায় কি বিজেপির ভাবমূর্তি ধাক্কা খেয়েছে?




হ্যাঁ - 48%


না - 30%



বলতে পারব না - 22%





* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
কংগ্রেস ধাক্কা খেতে পারে দক্ষিণের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও।সি ভোটারের সমীক্ষায় তেমনই ইঙ্গিত। পুদুচেরিতে মূল লড়াই কংগ্রেসের সঙ্গে কংগ্রেস থেকে ভেঙে তৈরি হওয়া দল AINRC-র। কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে ডিএমকে। অন্যদিকে AINRC-র সঙ্গে জোটে রয়েছে বিজেপি ও এআইএডিএমকে।
সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, কাঁটায় কাঁটায় টক্করে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে এবার পুদুচুরিতে ক্ষমতা দখল করতে পারে এনডিএ।৩০ আসনের বিধানসভায় তারা পেতে পারে ১৪ থেকে ১৮টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন SDA পেতে পারে ১২ থেকে ১৬টি আসন। AINRC-র নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৪৪ শতাংশ ভোট।

কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৩ শতাংশ ভোট।অভিনেতা কমল হাসানের দল MNM প্রথমবার ভোটে লড়ে আসন না পেলেও, ২ শতাংশ ভোট পেতে পারে।বাকিদের ঝুলিতে যেতে পারে ১১ শতাংশ ভোট।

সমীক্ষা অনুযায়ী ক্ষমতা হারানোর সম্ভাবনা জোরাল হলেও এখনও পুদুচেরিতে মুখ্যমন্ত্রী হিসেবে
জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন

কংগ্রেসের ভি নারায়ণস্বামী।

তারপর এম রঙ্গস্বামী।
২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুতে এবার ক্ষমতায় আসতে পারে ডিএমকে-কংগ্রেস জোট। জয়ললিতার অবর্তমানে ক্ষমতা হারাতে হতে পারে বিজেপির বন্ধু দল এআইএডিএমকে। সমীক্ষায় ইঙ্গিত স্টালিন ও রাহুলের নেতৃত্বাধীন ইউপিএ ১৫৮ থেকে ১৬৬ টি আসন পেতে পারে।
অন্যদিকে এআইডিএমকে নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৬০ থেকে ৬৮টি আসন।

কমল হাসানের দল এমএনএম সর্বোচ্চ পেতে পারে ৪টি আসন।

এএমএমকে পেতে পারে ২ থেকে ৬টি আসন।

অন্যান্যর ঝুলিতে যেতে পারে সর্বোচ্চ ৪টি আসন।

সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত ডিএমকে কংগ্রেস নেতৃত্বাধীন পেতে পারে ৪১ শতাংশ ভোট।

এআইএডিএমকের নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ২৯ শতাংশ ভোট।

কমল হাসানের দল এমএনএস পেতে পারে ৭ শতাংশ ভোট।

এএমএমকে পেতে পারে ৮ শতাংশ ভোট।

অন্যান্য পেতে পারে ১৫ শতাংশ ভোট।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে জনপ্রিয়তার নিরিখে সবথেকে এগিয়ে করুণানিধি পুত্র তথা ডিএমকে প্রধান স্ট্যালিন।

২ নম্বরে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী।

তারপরই রয়েছেন জয়ললিতার আর কে শিষ্য ও পনিরসিলভম।
এরপর রয়েছেন একদা জয়ললিতার ঘনিষ্ঠ বন্ধু এবং বিতর্কিত শশীকলা।
তার পিছনে রয়েছেন থালাইভা রজনীকান্ত। এরপর কমল হাসান


আসন্ন বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোটের ফলে লাভ কার?




তৃণমূল - 37%




বিজেপি - 33%




বাম-কংগ্রেস জোট - 13%





বলতে পারব না - 17%






* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
কেরলে এখন ক্ষমতায় বামেরা। কেরল মূল লড়াই কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে বাম নেতৃত্বাধীনে এলডিএফের। সি ভোটারের পরিসংখ্যান বলছে,নজিরবিহীনভাবে দ্বিতীয়বার কেরলে ক্ষমতা ধরে রাখতে পারে বাম নেতৃত্বাধীন এলডিএফ।
১৪০ আসন বিশিষ্ট কেরলে তারা পেতে পারে ৮১ থেকে ৮৯টি আসন
কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে ৪৯ থেকে ৫৭টি আসন
এবারও কেরলে চূড়ান্ত ব্যর্থ হতে পারে বিজেপি।
তারা সর্বোচ্চ ২টি আসন পেতে পারে।
অন্যান্য পেতে পারে সর্বোচ্চ ২টি আসন।
এলডিএফ পেতে পারে ৪২ শতাংশ ভোট
ইউডিএফ পেতে পারে ৩৫ শতাংশ ভোট
বিজেপি পেতে পারে ১৫ শতাংশ ভোট
অন্যান্য পেতে পারে ৮ শতাংশ ভোট

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কেরলের মুখ্যমন্ত্রী পদে জনপ্রিয়তার নিরিখে সবার প্রথমে রয়েছেন,

পিনারাই বিজয়ন।

২ নম্বরে রয়েছেন কংগ্রেসের উমেন চান্ডি।

এরপর রয়েছেন দারুণভাবে কোভিড সামলানো স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।

তারপর শশী তারুর।

‘দুয়ারে সরকার’ কর্মসূচির ফলে কি আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল লাভবান হবে?





হ্যাঁ - 46%





না - 37%





বলতে পারব না - 17%






* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা

আপনার মতে কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়লে বিজেপির সাফল্যের সম্ভাবনা সবথেকে বেশি?




সৌরভ গঙ্গোপাধ্যায় - 34%





দিলীপ ঘোষ - 15%





শুভেন্দু অধিকারী - 12%





এদের মধ্যে কেউ না - 39%





* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে রাজি হলে কি বিজেপির বাড়তি সুবিধা হবে?





হ্যাঁ - 48%


না - 33%


বলতে পারব না - 19%






* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
বিধানসভা ভোটে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ে নামলে কি বিজেপির বাড়তি সুবিধা হবে?



হ্যাঁ - 37%


না - 36%


বলতে পারব না - 27%
* সূত্র: সি ভোটারের জনমত সমীক্ষা
শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ায় কি আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল বড়সড় ধাক্কা খাবে?

হ্যাঁ - 46%


না - 35%


বলতে পারব না - 19%
এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে বাংলায় বিধানসভার মহাযুদ্ধের দামামা বেজে গেছে, এ কথা বলাই যায়। এই পরিস্থিতিতে বাংলার মানুষ কী ভাবছেন? রাজ্য সরকারের কাজ নিয়ে তাঁরা কতটা খুশি? আগামী দিনে মসনদে কাকে দেখতে চান তাঁরা? বিধানসভা নির্বাচনে কোন দল ক’টি আসন পেতে পারে? এসব নিয়েই মানুষের মনের আভাস পেতে সমীক্ষা চালিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা সি ভোটার।
রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে ওপিনিয়ন পোলের জন্য সমীক্ষা করা হয়েছে।পুরুষ, মহিলা, তরুণ, প্রবীণ, বিভিন্ন পেশার মানুষ, সবার সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।
যাতে সমাজের সব অংশের মানুষের ভাবনার প্রতিফলন এই সমীক্ষায় ফুটে ওঠে।
গত ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি অবধি এই সমীক্ষা চলেছে।
১৮ হাজারেরও বেশি মানুষের সঙ্গে কথা বলে, তাঁদের মনের ভাব জানার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা।
এছাড়াও, স্ন্যাপ পোলের জন্য সমীক্ষকরা রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের ৫ হাজার৩৩২ জনের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মতামত জেনেছেন।
৬ থেকে ১১ জানুয়ারি অবধি এই সমীক্ষা চালানো হয়েছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে সমীক্ষকরা তুলে এনেছেন খুঁটিনাটি তথ্য৷ তবে মনে রাখতে হবে, সমীক্ষা কোনও ভোটের ফলাফল নয়। শুধুমাত্র মানুষের মনের আঁচ পাওয়ার চেষ্টামাত্র। এর আগেও আমরা গত ১৫ বছরে বিভিন্ন সময় বিভিন্ন ভোটে আপনাদের সামনে সমীক্ষক সংস্থার রিপোর্ট এক্কেবারে হুবহু তুলে ধরেছি। আসন্ন বিধানসভা ভোটের আগে দু’টি সমীক্ষক সংস্থা-র সমীক্ষা রিপোর্ট দফায় দফায় আপনাদের সামনে আনব আমরা।

প্রেক্ষাপট

কলকাতা: কোন দল পেতে পারে কত আসন? কারা পেতে পারে কত শতাংশ ভোট। কী বলছে সি ভোটারের জনমত সমীক্ষা? বাংলার বিধান-ওপিনিয়ন পোল, আজ সন্ধে সাতটায়।


 


জনপ্রিয়তার নিরিখে দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান কোথায়? কেন্দ্রীয় সরকারের কাজে পশ্চিমবঙ্গের মানুষ কি খুশি? এখনই দেশে লোকসভা ভোট হলে কে জিতবে বলে মনে করছে মানুষ? এমনই নানা বিষয়ে দেশবাসী কী ভাবছে, তার আভাস পেতে দেশের সমস্ত রাজ্যে ঘুরে ঘুরে সমীক্ষা চালিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা সি ভোটার। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রেই গিয়েছেন সমীক্ষকরা। খুঁটিয়ে কথা বলেছেন ৩০ হাজারের বেশি ভোটারের সঙ্গে। দীর্ঘ ১২ সপ্তাহ ধরে চলেছে এই সমীক্ষা। সেই সার্ভেরই অংশ হিসাবে সি ভোটারের ওপিনিয়ন পোলের প্রথম দফায় পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রে সমীক্ষা চালিয়ে পুরুষ, মহিলা, তরুণ, প্রবীণ, বিভিন্ন পেশার মানুষ, সবার সঙ্গে কথা বলা হয়েছে। সমাজের সব অংশের মানুষের ভাবনার প্রতিফলন সমীক্ষায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই সমীক্ষায়। সমীক্ষার সময়কাল ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি। ১৮ হাজারের বেশি মানুষের মতামত নিয়ে দেশ, রাজ্যের চলতি পরিস্থিতি নিয়ে তাঁরা কী ভাবছেন, ভোটবাক্সে তার কী প্রতিফলন ঘটবে, তার আঁচ পাওয়ার চেষ্টা করা হয়েছে।


 


West Bengal Election  2021 Opinion Poll LIVE Updates


 


কোন দল পেতে পারে কত আসন? কারা পেতে পারে কত শতাংশ ভোট। কী বলছে সি ভোটারের জনমত সমীক্ষা। বাংলার বিধান-ওপিনিয়ন পোল, আজ, সোমবার সন্ধে সাতটায়।


 


জনপ্রিয়তার নিরিখে দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান কোথায়? কেন্দ্রীয় সরকারের কাজে পশ্চিমবঙ্গের মানুষ কি খুশি? এখনই দেশে লোকসভা ভোট হলে কে জিতবে বলে মনে করছে মানুষ? এমনই নানা বিষয়ে দেশবাসী কী ভাবছে, তার আভাস পেতে দেশের সমস্ত রাজ্যে ঘুরে ঘুরে সমীক্ষা চালিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা সি ভোটার। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রেই গিয়েছেন সমীক্ষকরা। খুঁটিয়ে কথা বলেছেন ৩০ হাজারের বেশি ভোটারের সঙ্গে। দীর্ঘ ১২ সপ্তাহ ধরে চলেছে এই সমীক্ষা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.