পটনা : বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার একথা জানিয়ে দিলেন জন সূরয পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। আগামী ৯ অক্টোবর তাঁর দলের প্রার্থী তালিকা ঘোষণা হবে বলেও জানিয়ে দেন তিনি।
নভেম্বরের ৬ ও ১১ তারিখে দুই দফায় বিহারে বিধানসভা ভোট হবে। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। একথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেন, "৯ অক্টোবর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে দল। তা চমকে পূর্ণ হবে। তালিকায় আমার নামও থাকবে।" যদিও কোন কেন্দ্র থেকে তিনি ভোটে লড়বেন সে ব্যাপারে কিছু জানানি ভোট কৌশলী। এক্ষেত্রে তিনি বলেন, "৯ অক্টোবরই আপনারা তা দেখতে পাবেন।"
জন সূরয পার্টির জয়ের সম্ভাবনা কত ? এনিয়ে জানতে চাওয়া হলে প্রশান্ত কিশোর দাবি করেন, তাঁর দল ২৮ শতাংশ ভোট পাবে। যারা এনডিএ বা ইন্ডিয়া ব্লককে ভোট দেয় না। প্রশান্ত কিশোর বলেন, "গত ভোটগুলিতে, "দুটি জোট মাত্র ৭২ শতাংশ ভোট পেয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমরা বাকি ২৮ শতাংশ ভোটারের ভোট পাব। তাছাড়া, লোকেরা বলে যে জন সূরয পার্টি উভয় জোটের প্রতিটির ১০ শতাংশ ভোট পাবে। এর অর্থ হল, আসন্ন নির্বাচনে আমরা মোট ভোটারের ৪৮ শতাংশ ভোট পাব বলে আশা করা হচ্ছে।"
আসন্ন বিহার নির্বাচনে নামতে চলেছে জন সূরয। রাজ্যজুড়ে একটি যাত্রা করেছেন প্রশান্ত কিশোর। যাকে কেন্দ্র করে রাজনৈতিক ক্ষেত্রে শোরগোল পড়ে গিয়েছে। প্রশান্ত জানিয়েছেন, তিনি নিজের রাজ্য বিহারের সংস্কারের মিশনে নেমেছেন। তিনি বলেন, "টাকা রোজগার করার জন্য বিহারে আসিনি। আমার যা টাকা আছে তা সরকারের নজরে আছে। আমি ১০ বছর বিহারে থাকব, যতক্ষণ না এই সিস্টেম পাল্টাচ্ছে।"
গত জুলাই মাসে নির্বাচনী প্রচারে বেরিয়ে আহত হন ভোটকুশলী তথা ‘জন সূরয পার্টি’র প্রধান প্রশান্ত কিশোর। পথসভা চলাকালীন একটি গাড়ি সটান ধাক্কা মারে তাঁকে। তাতেই গুরুতর আহত হন প্রশান্ত। তাঁর পাঁজরে চোট লাগে। গাড়ি ধাক্কা মারার পরই যন্ত্রণায় ককিয়ে ওঠেন প্রশান্ত। সঙ্গ সঙ্গে মঞ্চের একদিকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে চিকিৎসার জন্য পটনা নিয়ে যাওয়া হয়।