কলকাতা: ২০১৭-র পর ২০২৫। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের শক্তিধর রাষ্ট্রের ৪৭তম প্রধান হিসেবে, দায়িত্ব নিলেন তিনি।


হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলা হয়েছে, যেমনটা তিনি বলেছিলেন সেই কথা রাখা হচ্ছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকে কড়া বার্তা দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশ যারা করছে বা করবে ভাবছে তাদের চরম শাস্তি পেতে হবে। 


শপথ নিয়েই ফুল অ্যাকশন মোডে ডোনাল্ড ট্রাম্প। শপথের পরেই জানালেন অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলবেন। সেইসঙ্গে আমেরিকা-মেক্সিকো সীমান্তে এমার্জেন্সি ঘোষণা করে, সেনা পাঠানোর কথাও জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বেআইনি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে ফেরত পাঠানোর কথাও ফের একবার জানিয়ে দিলেন ট্রাম্প।






ট্রাম্প শপথ নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় ভারতের উপর কী প্রভাব পড়তে পারে? নির্বাচনের আগে এবং শপথের পরে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তাঁর লক্ষ্য একটাই 'আমেরিকা ফার্স্ট'। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে ভারতের পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি প্রেসিডেন্ট হওয়ার ফলে, ভারতের অবস্থান মজবুত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।                             


জানা গিয়েছে, গত তিনদিনে ৫৩৮ জন ‘অনুপ্রবেশকারী’কে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি। যার মধ্যে চারজন আবার সন্ত্রাসবাদী সংগঠন ট্রেন ডি আরাগুয়ার সদস্য। এছাড়া সংখ্যালঘুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এমনও বেশ কয়েকজন রয়েছে ধৃতদের তালিকায়। এই গ্রেপ্তারির তথ্য বৃহস্পতিবার জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট।                                                               


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে