বেঙ্গালুরু : দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর সেরে বেঙ্গালুরু পৌঁছলেন প্রধানমন্ত্রী। হ্যালের বিমানবন্দরে নামতেই মোদি দেখলেন হাজার হাজার অনুগামীর ভিড়। সকলেই প্রতীক্ষায় ছিলেন মহাকাশ গবেষণার ক্ষেত্রে দেশের এই বিরাট সাফল্যের পর ফিরে এসে মোদি কী বলেন তার জন্য। দেশের মাটি ছুঁয়েই ফের আবেগপ্রবণ  মোদি। তাঁর গলায় 'জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' স্লোগান। চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য শনিবার ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী।  

ভারতে পৌঁছেই মোদির ট্যুইট, বেঙ্গালুরুতে পৌঁছেছি। এবার আমি ISRO সেই অনন্য সাধারণ বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, যাঁরা চন্দ্রযান-৩ এর সাফল্যের মাধ্যমে সারা দেশকে গর্বিত করেছেন। তাঁদের এই নিষ্ঠাই দেশে মহাকাশ গবেষণা ক্ষেত্রে আমাদের দেশের এই সাফল্যের পিছনে চালিকা শক্তি।






 


বুধবার সন্ধেয় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। পূর্ব ঘোষণা মতোই বুধের সন্ধেয় চাঁদের মাটি ছুঁয়ে ফেলে ভারত ( Chandrayaan 3 Landing)। চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ ঘটে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রমে'র। আর তার হাত ধরেই মহাকাশ গবেষণার জগতে নতুন যুগের সূচনা হয়। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো প্রথম দেশ হিসেবেই নয়, চাঁদের মাটি ছোঁয়া চতুর্থ দেশ হিসেবেও ইতিহাসে নাম ওঠে ভারতের।


এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন প্রধানমন্ত্রী বিদেশ থেকে। সেদিনের সাফল্যের পর প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদের উচ্ছ্বসিত অভিনন্দন জানিয়েছিলেন ভার্চুয়ালি। ভাষণের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) প্রধানকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এবার তা সামনাসামনি জানানোর পালা। সেদিন ফোনে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'সোমনাথজি, আপনার নাম সোমনাথ, যা কিনা চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে। এই জন্য আপনার পরিবারজনেরাও অনেক আনন্দিত হবেন, আমার তরফ থেকে আপনাকে, আপনার পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন'। এরপর শনিবার ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে মুখোমুখি সাক্ষাত হবে তাঁর।