বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, নয়াদিল্লি ও কলকাতা : চিন-সহ একাধিক দেশে ফের করোনার বাড়বাড়ন্তের মধ্যেই আজ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। জিনগত পরীক্ষায় জোর দেওয়ার পাশাপাশি দিলেন মাস্ক পরার পরামর্শ। পরিস্থিতির ওপর নজর রয়েছে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। 


চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7


বড়দিনের প্রাক্কালে চিন, সাউথ কোরিয়া, জাপান-সহ একাধিক দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7। সামনে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চমকে দেওয়া সাপ্তাহিক রিপোর্ট। যেখানে বলা হয়েছে, শুধুমাত্র চিনেই করোনায় মৃত্যু ৪৯ শতাংশ বেড়ে গেছে। চিন ও তার আশেপাশের দেশগুলিতে সংক্রমণ বেড়েছে ৪৪ শতাংশ। লাতিন আমেরিকার একাধিক দেশে তো ৮৭ শতাংশ পর্যন্ত বেড়েছে সংক্রমণ। 


ভারতেও হদিশ


ইতিমধ্যে ভারতেও করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত চারজনের হদিশ মিলেছে। এই অবস্থায় দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল।


করোনার সংক্রমণ যে দেশগুলিতে বাড়তে শুরু করেছে,  যেমন চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, আমেরিকা থেকে যাঁরা আসছেন, বিমানবন্দরে তাঁদের random RT-PCR পরীক্ষার সিদ্ধান্ত আগেই নিয়েছে কেন্দ্র। এদিন বৈঠকে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। করোনার সতর্কতার ছবি এদিন দেখা যায় সংসদেও। প্রধানমন্ত্রী থেকে শুরু করে লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার চেয়ারম্যান, বিরোধী দলের সাংসদদের মাস্ক পরে আসতে দেখা যায়। 


সতর্কতা রাজ্যেও


এদিকে মুখ্যমন্ত্রী নির্দেশে এদিন নবান্নেও মুখ্যসচিবের নেতৃত্বে একটি বৈঠক হয়। স্বাস্থ্যসচিব, কোভিড ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও অন্যান্য কর্তাব্যাক্তিরা বৈঠকে ছিলেন। পাশাপাশি জোর দেওয়া হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টের জিনগত পরীক্ষার ওপর। এদিন স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, গত এক মাসে যে কয়েকটি কোভিড পজিটিভ কেস নথিভুক্ত হয়েছে, তাদের সকলের নমুনা রাজ্যের ২২টি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যালে এবং কল্যাণীর ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে আরও সাতটি হাসপাতালের নমুনা পাঠাতে বলা হয়েছে। ২৯ ডিসেম্বরের মধ্যে সব নমুনা পাঠাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।


আরও পড়ুন- একজন থেকে অত্য়ন্ত দ্রুত হতে পারে ১০-১৮ জনের সংক্রমণ, ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট নিয়ে কী পরামর্শ চিকিৎসকদের