কলকাতা: এবার বিরাট পুজো করতে চলেছে টালাপার্ক প্রত্যয়। মন্দির, প্রতিমা, আরতি, অঞ্জলি, ফুল বেলপাতায় চেনা দেবী- পুজোর সবকিছুই থাকবে কিন্তু অন্যভাবে। তাই প্রত্যয়ের এবারের পুজোয় দর্শকরাও কল্পনার পাখা মেলতে পারবেন।





প্রত্যয়ের পুজোর এবারের শিল্পী সুশান্ত পাল। থিম হল ঈশ্বর ধারণা আদতে সাকার ও নিরাকারের মধ্যে এক নিত্যযাত্রা। রোজনামচার চেনা আঙ্গিকও হঠাৎ করে অচেনার রূপ নেয়। অচেনাকে চেনার মোড়কে আবিষ্কার করার মুক্ত প্রান্তরই টালা প্রত্যয়ের অভীপ্সিত কল্পলোক। কল্পলোকের বিস্তার মূর্তিপুজোর পারে বিমূর্ততায় ভরা অনন্তলোকের খোঁজ দেবে দর্শককে।