নয়াদিল্লি: পেগাসাস বিতর্কে তোলপাড় হয়েছে দেশ। বিরোধীদের ফোনে আড়িপাতার জন্য কেন্দ্রের বিজেপি সরকার পেগাসাস সফটওয়্যার ব্যবহার করছে বলে অভিযোগ করেছিল কংগ্রেস। একই অভিযোগে মোদি সরকারকে নিশানা করেছিল বাকি বিরোধীরাও। এবার আমেরিকার মাটিতেও একটি অনুষ্ঠানে সেই অভিযোগ ফের তুললেন রাহুল গাঁধী। তারই সঙ্গে করলেন মস্করাও।


আমেরিকায় বেশ কিছু আইটি-স্টার্টআপ উদ্যোগপতিদের সঙ্গে একটি আলোচনায় অংশ নিয়েছিলেন রাহুল। ওই স্টার্টআপগুলি মূলত কৃত্রিম মেধা এবং উন্নত প্রযুক্তি সংক্রান্ত কাজ করে। সেখানেই বক্তব্য রাখার সময় রাহুলের মুখে উঠে আসে পেগাসাস প্রসঙ্গ। তারই সঙ্গে তিনি দাবি করেন যে তিনি জানেন যে তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে কিন্তু বিষয়টি নিয়ে তিনি উদ্বেগে নেই। তারপরেই তাঁর আইফোন-এর সামনে মুখ বাড়িয়ে বলেন, 'হ্যালো, মি. মোদি।' তারপরেই তিনি বলেন, 'আমার আশঙ্কা আমার আই ফোন ট্যাপ করা হয়েছে। আপনাদের এমন নিয়ম তৈরি করা উচিত, যা তথ্যের সুরক্ষা বজায় রাখবে। রাষ্ট্র হিসেবেও এই দায়িত্ব নেওয়া উচিত। ব্যক্তিগত ভাবেও নেওয়া উচিত।'


তাঁর আরও দাবি, 'যদি রাষ্ট্র মনে করে কারও ফোনে আড়ি পাতবে, কেউ থামাতে পারবে না। রাষ্ট্র এমন চাইলে সেই লড়াই লড়ে লাভ নেই। আমি মনে করি আমি যা করছি, তার সব তথ্যই সরকারের কাছে রয়েছে।'


প্লাগ অ্যান্ড প্লে অডিটোরিয়ামে এই আলোচনা সভা হয়। রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদা। কৃত্রিম মেধা, তথ্যের ব্যবহার, মেশিন লার্নিং এবং মানব সভ্যতার উপর তার প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসন, উন্নয়নমূলক কর্মসূচি, গ্রামীন এলাকার উন্নয়নে এগুলি কীভাবে কাজে লাগানো যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। তথ্যের গুরুত্ব মনে করিয়ে দিয়ে তথ্যের সুরক্ষার দিক নিয়েও কথা বলেছেন রাহুল। তিনি বলেন, 'তথ্যের সুরক্ষা এবং নিরাপত্তা অটুট রাখার জন্য সুনির্দিষ্ট নিয়ন্ত্রণবিধি থাকা প্রয়োজন।'


স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁর সাংসদ পদ বাতিলের বিষয়টি নিয়েও মুখ খোলেন তিনি। তিনি বলেন, 'আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, আমি তখন কখনও ভাবিনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব। আমি কখনও ভাবিনি এমন কিছু হে পারে।' লোকসভার সাংসদপদ বাতিল প্রসঙ্গেই এমন মন্তব্য করেন তিনি। তার সঙ্গেই তাঁর মত, 'যদিও আমি মনে করেছি এই ঘটনা আমার সামনে একটি বড়সড় সুযোগ খুলে দিয়েছে।' 


আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার