নয়াদিল্লি: সক্রিয় রাজনীতি থেকে তাঁর সরে যাওয়া নিয়ে জল্পনা চলছে। সেই আবহেই রাজ্যসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। মঙ্গলবার রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তিনি। রাজস্থানের জয়পুর থেকে এবার রাজ্যসভায় কংগ্রেসের প্রাথী হয়েছিলেন সনিয়া। নির্বাচনী রাজনীতিতে আসার পর এই প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। (Sonia Gandhi)


৭৭ বছর বয়সি সনিয়া গত ১৪ ফেব্রুয়ারি জয়পুরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ছেলে রাহুল গাঁধী এবং মেয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। স্বাস্থ্য এবং বয়সের কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে জানান। তাঁর এই সিদ্ধান্তে কার্যতই একটি যুগের অবসান হল কংগ্রেসের। কারণ রাজীব গাঁধীর মৃত্যুর পর কংগ্রেসের খুঁটি ধরে রাখার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সনিয়া। (Rajya Sabha Elections 2024)


প্রথম বার অমেঠী থেকে নির্বাচনে দাঁড়ালেও, গত দুই দশকেরও বেশি সময় ধরে গাঁধী পরিবারের গড় বলে পরিচিত রায়বরেলী থেকে জিতে আসছিলেন সনিয়া, যা একসময় তাঁর শ্বশুর ফিরোজ গাঁধী এবং শাশুড়ি ইন্দিরা গাঁধীর নির্বাচনী কেন্দ্র ছিল। সব মিলিয়ে পাঁচ দফায় কংগ্রেসের লোকসভা সাংসদ সনিয়া। এবার রাজ্যসভায় সরে গেলেন তিনি। 


আরও পড়ুন: Rahul Gandhi Bail: ভুয়ো এনকাউন্টার মামলা নিয়ে শাহকে নিশানা? ছ’বছর আগের মানহানি মামলায় জামিন রাহুলের


লোকসভার পরিবর্তে রাজ্যসভাকে বেছে নেওয়ায়, সনিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হতে সময় লাগেনি। দীর্ঘ দিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ সনিয়া। বার বার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। বেশ কিছু দিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে তিনি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে BJP-বিরোধী শিবির I.N.D.I.A জোটের বৈঠকেও শুধুমাত্র আমন্ত্রণরক্ষা করতেই দেখা গিয়েছিল তাঁকে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে দেখা যায়নি। 


সেই থেকেই সনিয়াকে নিয়ে জল্পনা শুরু হয়। সনিয়া সরে যাওয়ায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু রায়বরেলীও। সনিয়ার পর পারিবারিক গড় কে সামলাবেন, তা নিয়ে নানা কানাঘুষো শোনা যাচ্ছে। কংগ্রেস সূত্রে খবর, চলতি বছরের লোকসভা নির্বাচনেই মাঠে নামতে দেখা যেতে পারে প্রিয়ঙ্কাকে। মায়ের পর তিনিই রায়বরেলীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারেন। রায়বরেলীবাসীর উদ্দেশে লেখা বিদায়ী চিঠিতে সনিয়া সেই নিয়ে কিছু না জানালেও, ফের দেখা হবে বলে আশাও প্রকাশ করেন।