মুম্বই: একাধিক রাজ্যে দায়ের হয়েছে মামলা। সমন পাঠানোর পাশাপাশি, বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। বিতর্কের মধ্যে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সোশ্যাল মিডিয়া তারকা রণবীর এলাহাবাদিয়া। শীর্ষ আদালতে শুক্রবার আবেদন জমা দিয়েছেন রণবীরের আইনজীবী। অশ্লীলতা ছড়ানোর অভিযোগ নিয়ে দায়ের হওয়া এফআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অবিলম্বে মামলার শুনানি করতে আবেদন জানিয়েছেন। কিন্তু রণবীর যাঁকে আইনজীবী নিয়োগ করেছেন, তাঁর পরিচয় জেনে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। (Ranveer Allahbadia)
রণবীরের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন আইনজীবী অভিনব চন্দ্রচূড়। রণবীরের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি। অসম পুলিশ যে সমন জারি করেছে রণবীরের বিরুদ্ধে, তার বিরুদ্ধে দ্রুত শুনানি করতে আর্জি জানিয়েছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার সেই মামলা গ্রহণ করেছেন এবং দু'-তিনদিনের মধ্যে শুনানি হবে বলে জানিয়েছেন। (India's Got Latent)
আইনজীবী হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে অভিনব চন্দ্রচূড়ের। পাশাপাশি, তাঁর আর একটি পরিচয় হল, তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ছেলে। এই মুহূর্তে বম্বে হাইকোর্টে প্র্যাকটিস করেন অভিনব। স্ট্য়ানফোর্ড ল স্কুল থেকে তিনি ডক্টর অফ দ্য সায়েন্স অফ ল, মাস্টার অফ দ্য সায়েন্স অফ ল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি, হার্ভার্ড ল স্কুল থেকে LLM করেন। মুম্বইয়ের গভর্নমেন্ট ল কলেজ থেকে স্নাতকও হন অভিনব। (Ranveer Allahbadia)
আইনের পেশায় যুক্ত থাকার পাশাপাশি, বইও লিখেছেন অভিনব। Republic of Rhetoric: Free Speech and the Constitution of India, Supreme Whispers: Conversations with Judges of the Supreme Court of India 1980-1989 নামের দু'টি বইই সমাদৃত। পাশাপাশি, সংবাদপত্রে প্রতিবেদনও লেখেন নিয়মিত। ২০২৪ সালের নভেম্বরে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন ডিওয়াই চন্দ্রচূড়। সেই সময় দুই ছেলের কথা উল্লেখ করেন তিনি।
বিদায়ী বক্তৃতায় সেই সময় প্রাক্তন CJI চন্দ্রচূড় জানান, তাঁর দুই ছেলে অভিনব এবং চিন্তন, দু'জনই পেশায় আইনজীবী। ছেলেদের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে অনুরোধ জানিয়েছিলেন তিনি, যাতে বাবা হিসেবে তাঁদের সওয়াল-জবাব করতে দেখতে পারেন। কিন্তু দু'জনেই অস্বীকার করেন। বাবা যেখানে বিচারপতি, তাঁদের মামলা উঠলে স্বার্থের সংঘাত দেখা দিয়ে পারে বলে জানান বাবাকে।
প্রাক্তন CJI চন্দ্রচূড় বলেন, "ওরা আমাকে বলল, বাবা, আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করব। কিন্তু তুমি বেরিয়ে আসার পর। তুমি সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন আমরা মামলা নিয়ে গেলে স্বার্থের সংঘাত দেখা দিতে পারে। এমন মূল্যবোধ যাঁদের, সেই ছেলেদের বাবা হতে পেরে গর্ব বোধ করি।" গতবছরই অবসর গ্রহণ করেন প্রাক্তন CJI চন্দ্রচূড়। আর তার পরই রণবীরের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন ছেলে অভিনব।
জনপ্রিয় ইউটিউব শো-তে অশ্লীল মন্তব্য করার অভিযোগ। সেই নিয়ে বিপাকে পড়েছেন সোশ্যাল মিডিয়া তারকা রণবীর। ‘India's Got Talent’ নামের একটি YouTube শো-তে, এক প্রতিযোগীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে শোনা যায় ‘BeerBiceps’ নামে পরিচিত রণবীরকে। ‘মা-বাবাকে রোজ সঙ্গম করতে দেখতে চান, না কি এক বার তাতে যোগ দিয়ে চিরতরে মা-বাবার সঙ্গম বন্ধ করতে চান’ জানতে চান রণবীর। তাঁর ওই প্রশ্ন শুনে উপস্থিত সকলেই কার্যত চমকে যান। কিন্তু তার পরও থামেননি রণবীর। যৌনাঙ্গের আকার নিয়েও ওই প্রতিযোগীকে প্রশ্ন করতে থাকেন তিনি। ভিডিওটি সামনে আসতেই বিতর্ক শুরু হয়। একের পর এক রাজ্যে মামলা দায়ের।
একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে রণবীরের মধ্যে, যার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর অনুচ্ছেদের আওতায়ও মামলা দায়ের হয়েছে, অর্থাৎ অশ্লীল মন্তব্য এবং আচরণের মাধ্যমে মহিলার মর্যাদাহানির মামলা। পাশাপাশি, মহিলাদের গোপনীয়তা রক্ষার অধিকার আইনেও মামলা দায়ের হয়েছে।