App Cab Fare scam: বুকিংয়ের সময় ৫৯৮, গন্তব্যে পৌঁছে হয়ে গেল ৭৫৮! নকল অ্যাপের সাহায্যে কারসাজি Rapido চালকের? মারাত্মক অভিযোগ
New Rapido Scam: শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নয়াদিল্লি: অ্যান্ড্রয়েড বা iOS-এর নিরিখে একই গন্তব্যে ভিন্ন ভিন্ন ভাড়া দেখানোর অভিযোগে আগেই বিদ্ধ হয়েছে Uber, Ola. এবার মোটর সাইকেল-ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা Rapido-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে এল। মোটর সাইকেল বা গাড়ি বুকিংয়ের সময় যে ভাড়া দেখানো হচ্ছে, গন্তব্যে পৌঁছনোর পর ভাড়া বেড়ে যাচ্ছে বলে অভিযোগ সামনে এল। কারণ খতিয়ে দেখতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি এক যাত্রীর। আর সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (New Rapido Scam)
বেঙ্গালুরুর বাসিন্দা এক ব্যক্তি বিষয়টি প্রথম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। Reddit-এ তিনি জানান, কেম্পোগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল থেকে জাক্কুর যেতে OTP দিয়েই গাড়ি বুক করেছিলেন তিনি। সেই সময় Rapido অ্যাপে ভাড়া দেখিয়েছিল ৫৯৮ টাকা। কিন্তু গন্তব্যের কাছাকাছি পৌঁছে চালক নিজের মোবাইলের স্ক্রিনে যে বিল দেখান, তাতে ৭৫৮ টাকা দেখানো হয়। ভাড়া কেন বেশি দেখাচ্ছে, তা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি গাড়ির চালক। (App Cab Fare scam)
ওই ব্যক্তি জানিয়েছেন, গাড়ির চালক মোবাইলের যে স্ক্রিন তাঁর চোখের সামনে তুলে ধরেছিলেন, তা দেখে Rapido UI অ্যাপই মনে হচ্ছিল। কিন্তু কিছু একটা গরমিল ঠেকছিল তাঁর। এতে নিজের ফোনের অ্যাপ খোলেন তিনি, যাতে গন্তব্যে গাড়ি তখনও পৌঁছয়নি বলে দেখানো হয়। যাত্রাই যেখানে শেষ হয়নি, ভাড়া বাড়বে কী করে প্রশ্ন ওঠে ওই ব্যক্তির মনে।

সন্দেহ হওয়ায় চালকের কাছে ফের বর্ধিত বাড়া-সহ তাঁর মোবাইল অ্যাপটি দেখতে চান ওই যাত্রী। কিন্তু এতে ইতস্তত করেন গাড়ির চালক। রীতিমতো জোরাজুরি করে ওই অ্যাপটি খুলে দেখা যায়, সেটি Rapido-র অ্যাপই নয়। বরং একই ধরেনর একটি ভুয়ো অ্যাপ, যার নাম TownRide. Rapido-র অ্যাপটিকে নকল করে বানানো ওই অ্যাপ, যাতে ম্যানুয়াল পদ্ধতিতে ভাড়া বাড়িয়ে দেখানো যায়।
কথায় কথায় জানতে পারেন, দীর্ঘ সময় ধরে ওই ভুয়ো অ্যাপ ব্যবহার করছেন গাড়ির চালক। সেই নিয়ে কোনও অপরাধবোধও নেই তাঁর মনে। এর পর গাড়ির চালকের সঙ্গে তর্ক বেঁধে যায় তাঁর। শেষে আসল অ্যাপে দেখানো ভাড়া মিটিয়েই নেমে যান ওই যাত্রী। তাঁকে কোনও রকমে নামিয়েই চালক চম্পট দেন বলে জানা গিয়েছে।
Rapido scam,here are screenshots
— Gayatri Dawda (@gayatridawda) September 22, 2025
Fare shown initially: ₹168
Actual charged: ₹331
Customer support response: No help offered
Instead of paying less for a shorter ride, I was overcharged almost 2x
@Rapido_Rides – is this how you treat customers?@consaff @jagograhakjago pic.twitter.com/tsvCxBriQS
ওই যাত্রী সোশ্য়াল মিডিয়ায় মুখ খোলার পর বহু মানুষ একই অভিযোগ নিয়ে এগিয়ে এসেছেন। অ্যাপ নির্ভর গাড়িগুলি কী ভাবে লোক ঠকানোর ব্যবসা হয়ে উঠছে, সেই নিয়ে নিজের মতামত জানান তাঁরা। Uber অ্যাপ ক্যাবেও ঠিক একই ঘটনা ঘটেছে বলে জানান এক ব্য়ক্তি। তিনি লেখেন, ‘Uber-এ আজ আমার সঙ্গে এটা ঘটেছে। কয়েক সেকেন্ডের জন্য আমার সামেন বর্ধিত ভাড়ার স্ক্রিনটি খোলেন চালক। পরক্ষণেই সরিয়ে দেন। আমি আমার অ্যাপে দেখানো ভাড়াই দিই শেষ পর্যন্ত। বলতে গেলে গলা চড়িয়ে ভয় দেখাতে আসেন। কিন্তু ভয় পেলে চলবে না’। কিন্তু সাধারণ মানুষ, যাঁরা প্রযুক্তির ব্যাপারে তেমন সড়গড় নন, তাঁরা কী করবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।






















