নয়াদিল্লি: শতবর্ষ পূর্তির আগে বড় ধরনের পরিবর্তন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের অন্দরে। আগামী বছর বিজয় দশমী থেকে শতবর্ষের উদযাপন করছে RSS. তার আগে প্রশিক্ষণ পদ্ধতিরও সংস্কার করছে তারা (RSS Centenary Year)। প্রশিক্ষণ শিবিরের নির্ধারিত সময়সীমাও কমিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Rashtriya Swayamsevak Sangh)
খাকি প্যান্ট, সাদা শার্ট পরে হাতে বাঁশের লাঠি, RSS-এর ইউনিফর্ম হিসেবেই গন্য হয়
বেশ কয়েক দশক ধরেই সঙ্ঘে অফিস ট্রেনিং ক্যাম্প তথা সঙ্ঘ শিক্ষা বর্গ প্রচলিত রয়েছে। খাকি প্যান্ট, সাদা শার্ট পরে হাতে বাঁশের লাঠি নিয়ে চলে ‘দণ্ড’-শিক্ষা। সেই বাঁশের লাঠিরও বিকল্প আনার ভাবনা শুরু হয়েছে। দৈর্ঘ্যে অপেক্ষাকৃত ছোট, ধরতে সুবিধা এমন কিছু আনা হতে পারে। আপাতত ৫.৩ ফুটের বাঁশের লাঠির পরিবর্তে ‘যষ্টি’ ব্যবহারের কথা ভাবা হচ্ছে, যার দৈর্ঘ্য ৩ ফুট। তবে কিছুই চূড়ান্ত হয়নি এখনও পর্যন্ত।
গত ১৩ থেকে ১৫ জুলাই উটিত RSS-এর বৈঠকে নীতি-নিয়ম সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বছরের শেষ দিকে কেন্দ্রীয় কার্যকর্তা মণ্ডলের বৈঠক রয়েছে। সেখানেই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। বর্তমানে প্রথম এবং দ্বিতীয় বর্ষের প্রশিক্ষণ শিবির চলে ২০ দিন দরে। তৃতীয় বর্ষের প্রশিক্ষণ শিবির চলে নাগপুরে, ২৫ দিন ধরে, যাকে কমিয়ে ১৫ দিন করার সুপারিশ জমা পড়েছে।
প্রথম এবং দ্বিতীয় বর্ষের প্রশিক্ষণ শিবিরের সময়সীম কমিয়ে ২০ দিনে আনার প্রস্তাবও জমা পড়েছে সঙ্ঘের কাছে। আবার তার থেকেও কমিয়ে আনা হতে পারে সময়সীমা। প্রথম বর্ষের প্রশিক্ষণের নয়া নামকরণ হতে পারে সঙ্ঘ শিক্ষা বর্গ এবং অন্য বর্ষের নামকরণ হতে পারে কার্যকর্তা বিকাশ শিবির।
শরীরশিক্ষার চেয়ে মগজের ধার বাড়ানোয় বেশি জোর! তাতেই কি রদবদল!
শুধু তাই নয়, শরীরশিক্ষার প্রয়োজনীয়তাও কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। শরীর শিক্ষার চেয়ে সঙ্ঘকর্তারা বৌদ্ধিক বিকাশের উপর বেশি জোর দিচ্ছেন বলে খবর, যাতে মগজাস্ত্রের ধার বাড়ে সঙ্ঘ কার্যকর্তাদের। প্রতিবছর এপ্রিল থেকে জুন পর্যন্ত সঙ্ঘের প্রশিক্ষণ শিবির চলে। এ বছর ২০ হাজার শিক্ষার্থীকে নিয়ে দেশের ১০০-র বেশি জায়গায় প্রশিক্ষণ চলে।