নয়াদিল্লি : নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ( Price Hike ) ধাক্কায় নাজেহাল মধ্যবিত্ত! এই পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়ার মতো ফের রেপো রেট ( Repo Rate ) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাজেট পেশের পরই ফের বাড়তে চলেছে বাড়ি-গাড়ির ঋণে সুদের বোঝা। আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ল ২৫ বেসিস পয়েন্ট । ২৫ বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট হল ৬.৫ শতাংশ।
মধ্যবিত্তের পকেটে চাপ, আরও বাড়ার আশঙ্কা তৈরি করে রেপো রেট আবার বাড়াল রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস ( Governor Shaktikanta Das ) Monetary Policy statement ঘোষণা করেন।
এর আগে কবে বাড়ে রেপো রেট
ডিসেম্বরে দেশের শীর্ষ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির ২ দিনের বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আগের থেকে ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়। তার ফলে নতুন রেপোরেট বেড়ে দাঁড়ায় ৬.২৫ শতাংশ। গত বছরের মে মাস থেকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক স্বল্পমেয়াদী ঋণের হার ২২৫ বেসিস পয়েন্ট বাড়ায় আরবিআই।
তার আগে গত গত ৩০ সেপ্টেম্বর বাড়িয়েছিল আরবিআই। রেপো ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৯০ শতাংশ করেছিল আরবিআই। গত বছরে প্রায় ৫ বার বাড়ে রেপো রেট। আর রেপো রেট বাড়া মানেই বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বৃদ্ধি পাওয়া। ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক, তাকেই বলে রেপো রেট। সেই রেপো রেট বেড়ে যাওয়ায় ব্যাঙ্কগুলির খরচ বাড়বে। বাড়তি খরচ তোলার জন্য ব্যাঙ্কও সুদের হার বাড়াতে পারে।যার জেরে মধ্যবিত্তের পকেটে চাপ বাড়ার সম্ভাবনা প্রবল।
আরবিআই গভর্নর উল্লেখ করেন যে বিশ্ব অর্থনীতির অবস্থা এখন আর ততটা ধূসর দেখাচ্ছে না এবং মুদ্রাস্ফীতিও কমে আসছে বলে মনে হচ্ছে। আরবিআই ২০২২-২৩ বর্ষে ভারতের জাতীয় আয়ের ৬.৪ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে । "বৈশ্বিক অর্থনীতির অবস্থা এখন কয়েক মাস আগের মতো ধূসর দেখাচ্ছে না' বলে মনে করছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
চড়া দামে জিনিসপত্র কিনতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। তার মধ্যে আবার EMI বাড়লে কী হবে? ভেবেই কপালে ঘাম মধ্যবিত্তের।