কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে সওয়াল করলেও, ঘটনায় প্রভাবশালী তত্ত্ব উঠে আসছে। সেই আবহে আর জি কর নিয়ে সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে এবং কড়া পদক্ষেপকে রাজ্য সরকারের কাছে আর্জি জানালেন তিনি। (RG Kar Medical Student Death)


আর জি করের ঘটনায় মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ সরব হয়েছেন প্রিয়ঙ্কা। তিনি লেখেন, 'কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে ট্রেনি চিকিৎসকের সঙ্গে দুষ্কর্ম এবং হত্যার ঘটনা শিউড়ে ওঠার মতো। কর্মস্থলে মেয়েদের নিরাপত্তা দেশে অত্যন্ত গুরুতর বিষয়। এর জন্য সার্বিক চেষ্টার প্রয়োজন রয়েছে। রাজ্য সরকারকে আমি অনুরোধ করছি, দ্রুত এই মামলার নিষ্পত্তি করা হোক এবং কঠোর পদক্ষেপ করা হোক। পীড়িতের পরিবার এবং চিকিৎসকরা ন্যায় পান'। (Priyanka Gandhi Vadra)



জাতীয় স্তরে I.N.D.I.A জোটে তৃণমূলের শরিক। আর জি করের ঘটনায় রাজ্য কংগ্রেস নেতৃত্ব সরব হয়েছেন যেমন, এবার প্রিয়ঙ্কাও গোটা ঘটনায় কঠোর পদক্ষেপের আর্জি জানালেন। এর আগে অধীর রঞ্জন চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী মেডিক্যাল কলেজ আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে নৃশংস ভাবে ধর্ষণ এবং খুনের ঘটনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গের আইনন-শৃঙ্খলার অবনতির প্রমাণ'।


অধীরের মতে, বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে। মানুষ কলকাতাকে ধর্ষণের রাজধানী বলতে শুরু করবেন এবার। মমতার উদ্দেশে তাঁর বক্তব্য, 'কথা কম বলে করতে হবে। শুধু বুলি আউড়ে কিছু হবে না, মুখ্যমন্ত্রীকে কাজ করে দেখাতে হবে'। এই ঘটনার নেপথ্যে কাদের হাত রয়েছে, কাদের এত সাহস হল, কী ভাবে এমন ঘটনা ঘটল, প্রশ্ন তুলেছেন অধীর। কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি।


বিজেপি-র তরফে ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে আর জি কর নিয়ে। মমতা যদিও রাজ্য পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছেন। এর পর তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এবিপি আনন্দকে মমতা জানান, এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওা প্রয়োজন। প্রয়োজনে ফাঁসির আবেদন জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি। যদিও পুলিশি তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। 


আরও পড়ুন: RG Kar Medical Student Death: 'ফাঁসির গ্যারান্টি কে দেবেন? মানুষকে বিভ্রান্ত করছেন মমতাদি', আর জি কর কাণ্ডে মন্তব্য নির্ভয়ার বাবার