করোনা রোগীদের খাবার, ওষুধ পৌঁছে দেবে রোবট! উদ্যোগ অসম সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jan 2021 10:11 AM (IST)
সরকার বিবৃতি জারি করে জানিয়েছে, রিমোটের মাধ্যমে এই রোবট চালানো যায়। যা কোভিডে আক্রান্তদের খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবে।
NEXT
PREV
নয়াদিল্লি: করোনা আক্রান্তদের এবার খাবার পৌঁছে দেবে রোবট। পাশাপাশি পৌঁছে দেওয়া হবে ওষুধ সহ সব প্রয়োজনীয় জিনিস। এমন অভিনব উদ্যোগ নিল অসম সরকার।
অসমের মুখ্যমন্ত্রী সর্বদানন্দ সোনোয়াল অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের হাতে দুটি রোবট তুলে দেন। রোটারি ফাউন্ডেশন এবং রোটারি ইন্টারন্যাশনাল, ডিব্রুগড়ের রোটারি ক্লাব, ঢাকার রোটারি ক্লাব, এই রোবটের উদ্যোগ নেয়।
সরকার বিবৃতি জারি করে জানিয়েছে, রিমোটের মাধ্যমে এই রোবট চালানো যায়। যা কোভিডে আক্রান্তদের খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবে। অসমের এক বেসরকারি সংস্থা এই রোবট ডিজাইন করেছে। সোনোয়াল বলেন, যানত্রাবোট রোগীদের দেখভালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশব্যাপী কোভিড -১৯ টিকা দেওয়ার অভিযানের বিষয়ে কথা বলার সময়, অসমের মুখ্যমন্ত্রী সব স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কর্মীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, যেভাবে স্বাস্থ্যকর্মীরা মহামারী মোকাবিলা করছেন তা সত্যি প্রশংসনীয়। একইসঙ্গে এই লড়াইয়ে অবদান রাখার জন্য বিভিন্ন সরকারি দফতর ও সংস্থাকে ধন্যবাদ জানান তিনি। সোনোয়াল বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত অভিযানের সূচনা করেন। যা মহামারী মোকাবিলায় সাহায্য করেছে।
বছরের শুরুতেই মহামারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড। অসমে এখনও পর্যন্ত অসমে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার জনের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার মৃত্যু হয়েছে ১০৭০ জনের। এই আবহে গত শনিবার দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে সারা দেশে।
নয়াদিল্লি: করোনা আক্রান্তদের এবার খাবার পৌঁছে দেবে রোবট। পাশাপাশি পৌঁছে দেওয়া হবে ওষুধ সহ সব প্রয়োজনীয় জিনিস। এমন অভিনব উদ্যোগ নিল অসম সরকার।
অসমের মুখ্যমন্ত্রী সর্বদানন্দ সোনোয়াল অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের হাতে দুটি রোবট তুলে দেন। রোটারি ফাউন্ডেশন এবং রোটারি ইন্টারন্যাশনাল, ডিব্রুগড়ের রোটারি ক্লাব, ঢাকার রোটারি ক্লাব, এই রোবটের উদ্যোগ নেয়।
সরকার বিবৃতি জারি করে জানিয়েছে, রিমোটের মাধ্যমে এই রোবট চালানো যায়। যা কোভিডে আক্রান্তদের খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবে। অসমের এক বেসরকারি সংস্থা এই রোবট ডিজাইন করেছে। সোনোয়াল বলেন, যানত্রাবোট রোগীদের দেখভালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশব্যাপী কোভিড -১৯ টিকা দেওয়ার অভিযানের বিষয়ে কথা বলার সময়, অসমের মুখ্যমন্ত্রী সব স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কর্মীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, যেভাবে স্বাস্থ্যকর্মীরা মহামারী মোকাবিলা করছেন তা সত্যি প্রশংসনীয়। একইসঙ্গে এই লড়াইয়ে অবদান রাখার জন্য বিভিন্ন সরকারি দফতর ও সংস্থাকে ধন্যবাদ জানান তিনি। সোনোয়াল বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত অভিযানের সূচনা করেন। যা মহামারী মোকাবিলায় সাহায্য করেছে।
বছরের শুরুতেই মহামারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড। অসমে এখনও পর্যন্ত অসমে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার জনের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার মৃত্যু হয়েছে ১০৭০ জনের। এই আবহে গত শনিবার দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে সারা দেশে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -