মস্কো: ভারত সহ সারা বিশ্বেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এরইমধ্যে সুখবর হল যে, রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ আগামী সপ্তাহেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ দেওয়া হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি বেশ ভালোই রয়েছেন এবং কোনও পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর মেয়েকে টিকা দেওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে অ্যান্টিবডিও তৈরি হয়েছে বলে খবর। এছাড়াও রুশ বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্টুরোভকেও টিকা দেওয়া হয়েছে। রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, আগামী ১—১৩ সেপ্টেম্বরের মধ্যে স্পুটনিক ভি স্বাস্থ্যমন্ত্রকের সবুজসঙ্কেত পেলে এই ব্যাপক ব্যবহারের জন্য নিয়ে আসা হবে। এরপরই সাধারণ মানুষকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।
উল্লেখ্য, গত ১১ অগাস্ট পুতিন বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-কে ছাড়পত্র দয়েছিলেন। এর প্রথম দফার উত্পাদনও শুরু হয়েছে। মস্কোর গামালিয়া ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরি করেছেন। এই ভ্যাকসিনের নামকরণ ১৯৫৭-কে সোভিয়েত রাশিয়া কর্তৃক প্রথম মানব নির্মিত উপগ্রহ স্পুটনিকের নামে করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন এই ভ্যাকসিনের প্রশংসা করে বলেছিলেন যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তা কার্যকরী ও নিরাপদ। একইসঙ্গে পুতিন আন্তর্জাতিক মহলে এই ভ্যাকসিন নিয়ে আশঙ্কা দূর করারও চেষ্টা করেছিলেন। মাত্র দুই মাসে কিছু ব্যক্তির ওপর পরীক্ষামূলক প্রয়োগের পরই এই ভ্যাকসিনের অনুমোদন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।
রুশ প্রতিরক্ষামন্ত্রীকেও দেওয়া হল করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’, সাধারণের কাছে পৌঁছে যেতে পারে আগামী সপ্তাহেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2020 02:30 PM (IST)
ভারত সহ সারা বিশ্বেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এরইমধ্যে সুখবর হল যে, রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ আগামী সপ্তাহেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ দেওয়া হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -