নয়াদিল্লি:  রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ভারতে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narenda Modi) এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (Sergei Lavrov)। সরকারি সফরে ভারতে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। তার আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকের বিষয়ে রাশিয়ার বিদেশমন্ত্রকের (Russian Ministry of Foreign Affairs) তরফে টুইট করা হয়েছে।


বৈঠকে কী আলোচনা?
রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই বিষয়টি নিয়ে নিরপেক্ষ রয়েছে ভারত। বিশ্বমঞ্চে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান করেনি। আমেরিকা (America) ও তার সহযোগীদের পথে হেঁটে রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞাও চাপায়নি। এই পরিস্থিতিতে এই বৈঠকের দিকে নজর পড়বে বিশ্বের, এমনটাই মত রাজনৈতিক মহলের। সূত্রের খবর, শুক্রবার লাভরভ বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে ভারত। যেহেতু বারবার বৈঠকের পরেও মস্কো ও কিভের যুদ্ধ বন্ধ নিয়ে কোনও মধ্যে ফয়সালা হচ্ছে না। সেইকারণেই এমন বক্তব্য।


কী বলেছেন লাভরভ:
সংবাদ সংস্থা এএনআই (ANI) জানিয়েছে, সের্গেই লাভরভ বলেছেন, 'ভারত গুরুত্বপূর্ণ দেশ। ভারত যদি মনে করে এই সমস্যার সমাধান করার জন্য ভূমিকা পালন করতে পারবে। ভারত যদি আন্তর্জাতিক সমস্যা মেটানোর জন্য ন্যায়সঙ্গত বিচারের অবস্থায় থাকে, তাহলে সাহায্য হতে পারে।' ভারতের নিরপেক্ষ বিদেশনীতিরও (Foreign Policy) প্রশংসা করেছেন তিনি। বৃহস্পতিবার ভারতে দুদিনের সফরে এসেছেন লাভরভ।  তাঁর আরও দাবি, দুই দেশেরই বিদেশনীতির ভিত্তি প্রায় এক। সেই কারণেই এই দুটি দেশ  বন্ধু।


 






আর কী বার্তা:
বিশ্বের একাধিক দেশের তরফে আর্থিক নিষেধাজ্ঞার (Sanction) মুখে পড়েছে রাশিয়া। এই পরিস্থিতি নতুন ক্রেতার জন্যও উদগ্রীব তারা। সেই কথা বলেছেন লাভরভ। তিনি বলেন, 'ভারত যদি আমাদের থেকে কিছু কিনতে চায়, আমরা আলোচনা এবং সহযোগিতার জন্য তৈরি।'


আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে এনআইএ-কে ইমেল