মস্কো: মস্কো: ভ্লাদিমির পুতিনের বিশ্বের প্রথম নিরাপদ, সুরক্ষিত করোনাভাইরাস দমনের ভ্যাকসিন বের করার ঘোষণা নিয়ে আপত্তি তুলে সরলেন রাশিয়ার শীর্ষ শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত রোগের ডাক্তার। গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ঘোষণা করেন, তাঁরা কোভিড-১৯ মোকাবিলায় সারা বিশ্বে সবার আগে স্পুটনিক-৫ নাম দিয়ে একটি ভ্যাকসিন বের করেছেন, যা পুরোপুরি নিরাপদ, সুরক্ষিত। এমনকী সেই ভ্য়াকসিনের প্রথম ডোজটি দেওয়া হয় পুতিনের মেয়েকে। যদিও গোটা বিশ্বেই এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ, সংশয় আছে। তাতে নতুন মাত্রা যোগ করে রাশিয়ার প্রথম সারির ডাক্তার প্রফেসর আলেকজান্ডার চুচালিন দেশের স্বাস্থ্যমন্ত্রকের এথিকস কাউন্সিল অর্থাত্ ন্য়য়নীতি সংক্রান্ত কমিটি থেকে ইস্তফা দিয়েছেন।
তাঁর বক্তব্য, পুতিনের করোনা ভ্যাকসিন ঘোষণার বেলায় মেডিকেল বিষয়ক ন্য়য় নীতি ‘চরম লঙ্ঘন করা হয়েছে’। এথিকস কাউন্সিল স্পুটনিক ৫ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন অনুমোদন করার আগে মুখ খুলেছেন তিনি। পশ্চিমি দুনিয়ার বিশেষজ্ঞরা রুশ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কয়েকটি মহলের অনুমান, এথিকস কাউন্সিল থেকে পদত্যাগ করার আগে নিরাপত্তা, সুরক্ষার মাপকাঠিতে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন চুচালিন। জানা গিয়েছে, তিনি বিশেষ করে দুজন প্রথম সারির চিকিত্সককে নিশানা করেছেন। ভ্য়াকসিনটি তড়িঘড়ি উতপাদনে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে যুক্ত ওই ডাক্তাররা চিকিত্সা সংক্রান্ত এথিকস বা নীতি মানেননি বলে অভিযোগ করেছেন তিনি।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) বলল, বিশ্বে যে ৯টি ভ্যাকসিন টেস্টিং বা পরীক্ষা নিরীক্ষার উন্নততর পর্যায়ে আছে বলে তারা মনে করছে, সেগুলির মধ্যে রাশিয়ার বের করা ভ্যাকসিনটি নেই। হু ও তার শরিকরা একটি বিনিয়োগ সংক্রান্ত মেকানিজমের মধ্যে ৯টিপরীক্ষামূলক কোভিড-১৯ ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করেছে। কোভ্যাক্স ফেসিলিটি নামে ওই মেকানিজমে তারা সব দেশকে সামিল হতে বলছে। এই উদ্যোগের মাধ্যমে একাধিক দেশ বিভিন্ন ভ্যাকসিনের পিছনে বিনিয়োগের সুযোগ পাবে। হু-এর ডিরেক্টর জেনারেলের প্রথম সারির উপদেষ্টা ডঃ ব্রুস এইলওয়ার্ড বলেছেন, রাশিয়ার ভ্যাকসিনটি নিয়ে মতামত দেওয়ার মতো যথেষ্ট তথ্য আমাদের হাতে এই মুহূর্তে নেই। আমরা তার স্ট্য়াটাস বোঝার জন্য বাড়তি তথ্য পেতে, তার ওপর যেসব পরীক্ষানিরীক্ষা হয়েছে, পরবর্তী ধাপগুলি কী হতে পারে, সেসব জানতে, বুঝতে রাশিয়ার সঙ্গে কথাবার্তা চালাচ্ছি।