মুম্বই: করোনাভাইরাস সঙ্কটে সাহায্যে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন বলিউড তারকাও। অক্ষয় কুমার ২৫ কোটি টাকা দিয়েছেন, অন্যান্যরাও করছেন যে যাঁর মত সাহায্য। সলমন খান ঠিক করেছেন, লকডাউনে বেরোজগার হওয়া বলিউডের সঙ্গে যুক্ত ২৫,০০০ বিহারী মজুরদের সাহায্য করবেন তিনি।
জানা গিয়েছে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এ দিনকয়েক আগে ফোন করেছিলেন সলমন খান ফিল্মস-এর সিইও সমীরা নাম্বিয়ার। বলিউডে নানাভাবে যুক্ত বিহারী দিনমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চান তিনি। ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক দুবে বলেছেন, ৫ লাখ দিনমজুর তাঁদের ফেডারেশনের সঙ্গে যুক্ত। এঁদের মধ্যে বিহারীদের সংখ্যা ২৫,০০০-এর মত। সলমন জানিয়েছেন, এই দিনমজুরদের দেখাশোনা নিজে করবেন তিনি।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর অধ্যক্ষ বি এন তিওয়ারি বলেছেন, সলমন সাহায্য করলে তাঁদের কর্মীরা উপকৃত হবেন। চলচ্চিত্রের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সরাসরি সাহায্যের বদলে যে বলিউড তারকারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বা অন্যত্র বড় অঙ্কের অর্থ সাহায্য করেছেন, তাঁদের সমালোচনা করেছেন তিনি।
বলিউডের সঙ্গে যুক্ত দিন মজুরদের আর্থিক সাহায্যের সিদ্ধান্ত সলমনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2020 12:08 PM (IST)
ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক দুবে বলেছেন, ৫ লাখ দিনমজুর তাঁদের ফেডারেশনের সঙ্গে যুক্ত। এঁদের মধ্যে বিহারীদের সংখ্যা ২৫,০০০-এর মত। সলমন জানিয়েছেন, এই দিনমজুরদের দেখাশোনা নিজে করবেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -