বেঙ্গালুরু : রঙের উৎসবের আনন্দ বদলে গেল ভয়াবহতায়। শুক্রবার কর্ণাটকে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। গড়গ জেলার লক্ষ্মীশ্বরে হোলির আবহে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন কয়েকজন পড়ুয়া। সেই সময়ই ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা। রঙই ডেকে আনে বিপদ। কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক যা ঘটাল, তা এক কথায় শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেওয়ার মতোই।
বাসের জন্য অপেক্ষা করছিলেন ছাত্রীরা। সেই সময় কোথা থেকে সেখানে ঢুকে পড়ে একদল অপরিচিত ছেলে। অভিযোগ, তারা দল বেঁধে এসে রঙ ছুড়ে দেয় কয়েকজন স্কুল ছাত্রীর দিকে । তাতেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। সম্ভবত ওই রঙে মেশানো ছিল ক্ষতিকারক রাসায়নিক। আট স্কুলছাত্রীর উপর রাসায়নিক মিশ্রিত রঙ ছুড়ে মারার পর তারা মাটিতে লুটিয়ে পড়েন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট হতে শুরু করে। দমই নিতে পারছিলেন না তাঁরা। অতি দ্রুত তাঁদের তাদের হাসপাতালে ভর্তি করাতে হয়। হামলার পর, বাস স্ট্যান্ডে অপেক্ষারতদেরও বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হতে শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাসায়নিক মিশ্রিত রঙে গোবর, ডিম, ফেনল এবং সিন্থেটিক রঙের বিপজ্জনক মিশ্রণ ছিল। ছাত্রীদের শরীরে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অল্প পরিমাণে এই সব বিষাক্ত পদার্থ ঢুকে যায়, তার ফলেই শ্বাসকষ্ট এবং তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পুলিশ সূত্রের খবর, মোটরসাইকেলে করে আসা একদল পুরুষ বাসস্ট্যান্ডের কাছে এসে থামে এবং ছাত্রীদের উপর রঙ ছুড়তে শুরু করে। আক্রমণকারীরা বিশেষভাবে আটজন ছাত্রীকে লক্ষ্য করেই কাণ্ডটা ঘটায়। তাদের উপর রাসায়নিক মিশ্রিত রঙ ঢেলে দেয় বলে অভিযোগ। তারপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
তখনই হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্বাসকষ্ট এবং তীব্র বুকে ব্যথায় নুয়ে পড়েছিলেন তাঁরা।
পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে এবং তাদের খুঁজে বের করার জন্য বিশেষ দলও গঠন কররা হয়েছে। হাসপাতাল পরিদর্শনকারী ঊর্ধ্বতন পুলিশ কর্তারা পরিবারগুলিকে আশ্বস্ত করেছেন যে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোলের উৎসবে এমন ভয়াবহ ঘটনায় ত্রস্ত সকলে। চিন্তিত অভিভাবকরা। বেছে বেছেই কি ওই আটজনকে টার্গেট করা হয়? আক্রমণকারীরাই বা কারা ? অসুস্থ হয়ে পড়া পড়ুয়াদের ওপর তাদের রাগ কীসের ? উত্তর খুঁজছে পুলিশ।