নয়াদিল্লি: নতুন সংসদভবনে সাংসদদের হাতে তুলে দেওয়া হয়েছে দেশের ‘নতুন’ সংবিধান। এই ‘নতুন’ সংবিধানের মুখবন্ধ থেকে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতন্ত্র’ শব্দদু’টি বাদ দেওয়া হয়েছে বলে জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। কংগ্রেস সাংসদের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, কাউকে কিছু না জানিয়ে সংবিধানের মুখবন্ধে কাটছাঁট করেছে, আগামী দিনে সংবিধানও পাল্টে ফেলা হবে বলে অভিযোগ করছেন তাঁরা। (Indian Constitution Preamble)
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নতুন সংসদভবন মঙ্গলবারই দেশের সংসদভবন হিসেবে স্বীকৃতি পেয়েছে। নিজে হাতে করে সংবিধান নিয়ে সেখানে অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদভবনে সাংসদদের হাতে দেশেরক সংবিধান-সহ বেশ কিছু উপহার তুলে দেওয়া হয়। সেই সংবিধানের মুখবন্ধ থেকেই ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতন্ত্র’ শব্দদু’টি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধীর।
মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-এ বিষয়টি নিয়ে মুখ খোলেন অধীর। তিনি বলেন, "নতুন সংসদভবনে যে সংবিধান হাতে প্রবেশ করি আমরা, তার মুখবন্ধে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতন্ত্র’ শব্দদু’টি ছিল না। সংবিধানে ওই দু'টি শব্দ না থাকলে, অত্যন্ত চিন্তার বিষয়।"
আরও পড়ুন: PM Modi: 'দেশের পূর্বভাগের যুবকদের রোজগারের জন্য অন্য এলাকায় যেতে হচ্ছে', মোদির নিশানায় মমতা-সরকার ?
মঙ্গলবার সংসদভবনে ঢোকার মুখেও একই দাবি করেন অধীর। জানান, সাংসদদের দেওয়া সংবিধানের ইংরেজি কপিতে 'সেক্যুলার' এবং 'সোশালিস্ট' শব্দ দু'টি বাদ দেওয়া হয়েছে। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা, সংবিধান নিয়ে কাটাছেঁড়া চলছে বলে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী।
অত্যন্ত চতুরতার সঙ্গেই সরকার সংবিধানের মুখবন্ধে এই পরিবর্তন ঘটিয়েছে বলে অভিযোগ অধীরের। সরকারির অভিসন্ধি নিয়ে উদ্বেগের কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। অধীর জানিয়েছেন, মঙ্গলবারই সংবিধানে বিষয়টি তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার সুযোগ পাননি। এ নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে প্রতিক্রিয়া মেলেনি।