মুম্বই: দূরদর্শনে ফের শুরু হয়েছে রামায়ণ। লকডাউনে ঘরবন্দি দেশ টিভির পর্দায় আবার দেখছে বালী-সুগ্রীবের দ্বন্দ্ব, রামের বালী নিধন, সুগ্রীবের কিষ্কিন্ধ্যার রাজা হওয়া। জানেন, বালী আর সুগ্রীব দুটি চরিত্রই করেছিলেন একজন অভিনেতা? হ্যাঁ, তাঁর নাম ছিল শ্যামসুন্দর কালানি। ক্যানসারে মৃত্যু হয়েছে তাঁর।


বালী-সুগ্রীব দুটি চরিত্র একজনের পক্ষে করা সহজ ছিল, কারণ রামায়ণের এই দুই ভাইয়ের চেহারা ছিল হুবহু এক, এতটাই এক, যে প্রথম যুদ্ধের সময় স্বয়ং রামচন্দ্র তাঁদের ফারাক বুঝতে পারেননি। শ্যামসুন্দর অবশ্য আলাদা আলাদা মেকআপ করে চরিত্রদুটি করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ‘রামচন্দ্র’ অরুণ গোভিল।


রামায়ণ দিয়েই শুরু হয় শ্যামসুন্দরের অভিনয় কেরিয়ার। তবে রামায়ণ অভূতপূর্ব জনপ্রিয়তা পেলেও অভিনয়ের তেমন সুযোগ আর পাননি তিনি।