নয়াদিল্লি: মধ্যপ্রদেশের দামোহ জেলায় ৬ বছরের মেয়েকে ধর্ষণ করে তার চোখ দুটো নষ্ট করে দিল অজ্ঞাতপরিচয় অপরাধী। বুধবার বিকালে জাবেরা তহসিলের এক গ্রামে মেয়েটি অন্য বাচ্চাদের সঙ্গে নিজের বাড়ির বাইরে খেলছিল, সেসময় একটি অচেনা লোক তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার হেমন্ত চৌহান।
তিনি ফোনে সংবাদ সংস্থাকে বলেছেন, জেলা সদর থেকে প্রায় ৫৫ কিমি দূরে বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে আজ সকালে মেয়েটিকে পাওয়া যায়। আমরা দেখেছি, মেয়েটির দুটো চোখের ক্ষতি করেছে অভিযুক্ত। সে মেয়েটির মুখেও আঘাত করেছে। সঙ্কটজনক অবস্থায় মেয়েটিকে জাবেরা তহসিলের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে জবলপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওখানে ডাক্তাররা ওর চোখে অস্ত্রোপচার করছেন।
মেয়েটির চোখ কি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, জানতে চাওয়া হলে চৌহান বলেন, এক স্থানীয় ডাক্তারের বক্তব্য, ওর চোখ এতটা ফুলে গিয়েছিল যে, রেটিনা পরীক্ষা করা সম্ভব হয়নি।
অভিযুক্ত স্থানীয় বাসিন্দা বলে সন্দেহ, তার খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে জানান পুলিশকর্তা।
মধ্যপ্রদেশে ৬ বছরের মেয়েকে ধর্ষণ, দুটো চোখ নষ্ট করে দিল অভিযুক্ত! অপারেশন করছেন ডাক্তাররা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2020 10:22 PM (IST)
পুলিশ সুপার ফোনে সংবাদ সংস্থাকে বলেছেন, জেলা সদর থেকে প্রায় ৫৫ কিমি দূরে বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে আজ সকালে মেয়েটিকে পাওয়া যায়। আমরা দেখেছি, মেয়েটির দুটো চোখের ক্ষতি করেছে অভিযুক্ত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -