মুম্বই: বলিউড দু’হাত ভরে দিয়েছে তাঁকে। মানসিকভাবে তো বটেই, সৃষ্টিশীলতার দিক থেকেও সব সময় পাশে দাঁড়িয়েছে বলিউড। ছবির জগতে তাঁর আসা স্রেফ টাকা রোজগারের জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পেশাটাকে ভালবেসে ফেলেন। বললেন সোনালি বেন্দ্রে।


জয়পুর সাহিত্য উৎসবে যোগ দেন ৪৫ বছরের সোনালি। তিনি বলেন, তাঁর কাছে বলিউডই সব থেকে সুন্দর জায়গা। নিজেকে তিনি এখানে খুঁজে পেয়েছেন, পেয়েছেন পরিবার, বন্ধুবান্ধব। বলিউডের কাছে তিনি নানাভাবে ঋণী। সোনালি বলেছেন, তাঁর কাছে যখন ছবির অফার আসে, তিনি বুঝতে পেরেছিলেন, এত অল্প সময়ে এত বেশি টাকা তিনি অন্য কোনও পেশায় রোজগার করতে পারবেন না। তাই কম সময়ে বেশি উপার্জনের জন্যই তাঁর ফিল্মি দুনিয়ায় পা রাখা।

এক সময়ের জনপ্রিয় নায়িকা সোনালি দীর্ঘ ক্যানসার চিকিৎসার পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন। এখন বই পড়তে ভালবাসেন তিনি, সমমনস্ক বন্ধুবান্ধবদের নিয়ে খুলেছেন সোনালিস বুক ক্লাব। ক্যানসারের সঙ্গে যুদ্ধের সময় বই-ই তাঁকে শক্তি জোগায়, জীবনের সব থেকে কঠিন সময়ে আশা জাগিয়ে রাখে। নিজের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, মধ্যবিত্ত মারাঠি পরিবারের মেয়ে হিসেবে তাঁর বেড়ে ওঠা। ছবির সঙ্গে দূরদূরান্তে কোনও সম্পর্ক ছিল না, ভালবাসতেন বই পড়তে, বোনেদের সঙ্গে গল্প করতে। ছবির দুনিয়ায় এসে দেখেন, এ সম্পূর্ণ অন্য জগৎ। কী করা উচিত, না করা উচিত ধরতে পারা, প্রতিযোগিতায় টিকে থাকার চাপ- এ সব কিছু তাঁর কাছে সহজ করে দিয়েছিল বইয়ের সান্নিধ্য। কিন্তু বলিউড তারকাদের বুদ্ধিবৃত্তি নিয়ে কেউ কিছু জানতে চায় না কারণ তাতে যথেষ্ট মশলা নেই। সোনালি বলেছেন।

কোনও বই শেষ করতে না পারার জন্য আফশোস থাকা উচিত নয় বলে মনে করেন সোনালি। বই শেষ করতে না পেরে অনেকে অপরাধবোধে ভোগে কিন্তু তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন, যাতে বুঝতে পারেন, বই পড়তে ভালবাসেন তিনি। তবে তার মানে এই নয় যে সব বই ভাল লাগতেই হবে। কোনও বই ভাল না লাগলে কিছু আসে যায় না, তিনি মন্তব্য করেছেন।