লেহ (লাদাখ) : সমাজকর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তান-যোগের অভিযোগ তুললেন লাদাখের ডিজিপি এসডি সিং জামওয়াল। এমনকী প্রতিবেশী দেশে তাঁর ভ্রমণ নিয়েও প্রশ্ন তুলে দিলেন। লেহ-তে এক সাংবাদিক বৈঠকে ডিজিপি বলেন, "সম্প্রতি আমরা এক পাকিস্তান PIO-কে গ্রেফতার করেছি, যে ওপারে রিপোর্ট পাঠাচ্ছিল। আমাদের কাছে তার রেকর্ড আছে। উনি (সোনম ওয়াংচুক) পাকিস্তানে Dawn-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উনি বাংলাদেশও গিয়েছিলেন। কাজেই, তাঁকে নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে...তদন্ত চলছে।"
গত ২৪ সেপ্টেম্বর লেহ-তে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে ওয়াংচুকের বিরুদ্ধে। ডিজিপি বলেন, "সোনম ওয়াংচুকের উস্কানি দেওয়ার ইতিহাস রয়েছে। তিনি Arab Spring, নেপাল এবং বাংলাদেশের কথা উল্লেখ করেছেন। তাঁর অর্থায়ন নিয়ে FCRA লঙ্ঘনের তদন্ত চলছে।"
লেহ হিংসার পিছনে বিদেশি হাত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেন, "তদন্তের সময়, আরও দু'জনকে ধরা হয়েছে। তারা কোনও পরিকল্পনার অংশ কিনা, আমি বলতে পারছি না। এখানে নেপালিদের শ্রমিক হিসেবে কাজ করার ইতিহাস রয়েছে, তাই আমাদের তদন্ত করতে হবে।"
আন্দোলন-অশান্তি-হিংসা-প্রাণহানি-অগ্নিকাণ্ড। বুধবার, লাদাখের রাজধানী লেহ-তে হিংসার ঘটনায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে কাঠগড়ায় তুলেছিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে গ্রেফতার করা হয় সোনম ওয়াংচুককে। কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যের দাবিতে বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। তাঁর ওপর চাপ তৈরি করতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা FCRA লঙ্ঘনের অভিযোগ তুলে, বাতিল করা হয়েছে তাঁর স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ বা SECMOL-এর লাইসেন্স। সূত্রের দাবি, সোনম ওয়াংচুর বিরুদ্ধে প্রাথমিক তদন্তও শুরু করেছে CBI।
বেশ কয়েক মাস ধরেই আন্দোলন চলছে লাদাখে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি তুলছেন লাদাখবাসী। এই আন্দোলনে যোগ দিয়ে, অনশনে বসেছিলেন আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। এই পরিস্থিতিতে আন্দোল দমাতে তাঁর বিরুদ্ধেই বুধবারের হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলে, এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করেছে সোনম ওয়াংচুক 'Arab Spring-'র কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়েছেন।
পূর্ণ রাজ্যের দাবিতে ছাত্র-যুবদের আন্দোলনে বুধবার, উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের রাজধানী লেহ। আন্দোলনকারীদের ক্ষোভ গিয়ে পড়ে বিজেপির পার্টি অফিসের ওপর। পাল্টা কড়া ভূমিকা নেয় নিরাপত্তা বাহিনীও। চার জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে।