নয়াদিল্লি : কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে স্পাইসজেটের নয়া উদ্যোগ। ঘরোয়া বিমান পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের জন্য ৩০% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছে এই বিমান সংস্থা। তবে সরকারি রেজিস্ট্রেশন বা প্রমাণপত্র আছে এমন হেলথকেয়ার প্রফেশনালদের জন্যই এই পরিষেবা চালু করল স্পাইসজেট।


কোম্পানির তরফে জানানো হয়েছে, দেশের কোভিড যুদ্ধে টানা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের পাশে দাঁড়াতেই এই ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে স্পাইসজেট। স্বাস্থ্যকর্মীদের এই পরিষেবার সুবিধা পেতে কেবল প্রফেশনাল আইডি ও রেজিস্ট্রেশন নম্বর দেখালেই হবে। টিকিট বুক ও চেক ইন করার ক্ষেত্রে এই আইডি প্রুফই কাজে আসবে তাদের। তবে এই অফারের মধ্যে বিমানবন্দর ব্যবহারের চার্জ বা ট্যাক্স ধরা হয়নি।আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের জন্য পাওয়া যাবে এই সুবিধা। বোথওয়ে ও রাউন্ড ট্রিপসের জন্যও এই অফার ব্যবহার করা যাবে।


এই সুবিধা পেতে কী নথি লাগবে ?


স্পাইস জেটের তরফে বলা হয়েছে, এই সুবিধা লাভ করতে একটা বৈধ পরিচয়পত্র লাগবে যাত্রীদের। কোনও সরকার স্বীকৃত সংগঠনের প্রমাণ থাকতে হবে স্বাস্থ্যকর্মীদের কাছে। এ ক্ষেত্রে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI)বা স্টেট মেডিক্যাল কাউন্সিলের প্রফেশনাল আইডি রেজিস্ট্রেশন নম্বর লাগবে। নার্সদের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা সরকার স্বীকৃত হেলথকেয়ার অর্গানাইজেশনের প্রমাণপত্র দেখাতে হবে স্বাস্থ্যকর্মীদের।


বিমান সংস্থা আরও জানিয়েছে, কোনও কারণে বোর্ডিং বা চেক ইনের সময় নিজেদের সরকারি প্রমাণপত্র দেখাতে না পারলে সাধারণ ভাড়া দিতে হবে স্বাস্থ্যকর্মীদের। স্পাইসজেটের এই অফার কেবল স্বাস্থ্যকর্মীদের জন্যই সীমাবদ্ধ।কোনওভাবেই স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্য, আত্মীয় বা তাদের বন্ধুবান্ধবরা এই অফার পাবেন না।


দেশের পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই কোভিডযুদ্ধে বহু ডাক্তার, নার্স ছাড়াও হসপিটাল স্টাফদের হারিয়েছে ভারত। বৃহস্পতিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শুধু করোনার এই দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশজুড়ে শহিদ হতে হয়েছে ৬২৪ জন চিকিৎসককে। আর শুধু পশ্চিমবঙ্গেই সংখ্যাটা ৩০। করোনার প্রথম ধাক্কার সময় গোটা দেশে ৭৪৮ জন চিকিৎসক মারা গিয়েছিলেন বলেই জানিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।