উত্তর দিনাজপুর: চাকরি করে দেওয়ার নামে প্রতারণা। এই অভিযোগ ঘিরে ধুন্ধুমার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। গণপিটুনিতে মৃত্যু হল একজনের।
স্থানীয় সূত্রে দাবি, চাকরি করে দেওয়ার কথা বলে, স্থানীয় যুবক মহম্মদ ইসলাম, বহু বেকার যুবক-যুবতীর কাছ থেকে টাকা নেন। কিন্তু চাকরি হয়নি। টাকা ফেরত দিতেও অস্বীকার করছিলেন ওই যুবক। সোমবার এ নিয়ে গ্রামে সালিশি সভা বসে।
কিন্তু সেখানে হাজির হননি অভিযুক্ত। সালিশি সভা যখন প্রায় শেষের দিকে, তখন ধারাল অস্ত্র নিয়ে অভিযোগকারীদের ওপর হামলা চালান অভিযুক্ত ও তার দুই দাদা। জখম হন চার জন। আর এতেই যেন আগুনে ঘি পড়ে! অভিযুক্ত ৩ জনের ওপর চড়াও হয় এলাকার মানুষ। মূল অভিযুক্ত ও তাঁর এক দাদা পালিয়ে গেলেও, আরেক দাদাকে ধরে ফেলে স্থানীয়রা। চলে উত্তম-মধ্যম। গণপ্রহারে ওই ব্যক্তির মৃত্যু হয়।
অভিযুক্ত ৩ জনের বাড়িতে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় এলাকার মানুষ। আহত ২ জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চাকরি করে দেওয়ার নামে ‘প্রতারণা’, গণপিটুনিতে মৃত ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2017 07:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -