ভাষ্কর ঘোষ, হাওড়া : পড়াশোনায় পারদর্শী। ক্যারাটেতে তুখোড়। ভিডিও মেকার অ্যাপ এবং ইউটিউবার হিসেবেও বন্ধুমহলে যথেষ্ট সুনাম। হাওড়ার বালির ১৪ বছরের পামেলা অধিকারী। কিন্তু হঠাৎ‍ই শেষ জীবন। অস্বাভাবিক রহস্যমৃত্যু। সোমবার বাথরুমে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। আর মেয়ের এই মর্মান্তিক পরিণতির জন্য এক নাবালকের দিকে আঙুল তুলছেন মৃতার মা। তাঁর অভিযোগ, নাবালকের ব্ল্যাকমেলের জেরেই আত্মঘাতী হয়েছে মেয়ে। অভিযোগ পরিবারের। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। আর যে ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


পামেলার মা প্রিয়া অধিকারীর অভিযোগ, 'বাথরুম থেকে এসে দেখি মেয়ের ঝুলন্ত দেহ। মেয়েকে বিরক্ত করত, সেই তাকে মেরেছে, খুন করেছে। তদন্ত চাই।' পুলিশ সূত্রে খবর, মৃতার মা থানায় অভিযোগ জানিয়েছেন, এক নাবালকের কাছে পামেলার কোনও আপত্তিকর ছবি ছিল। সেই ছবি ফাঁস করে দেওয়া নিয়ে ব্ল্যাকমেল করছিল ওই নাবালক। সেই কারণেই মেয়ে আত্মহত্যা করেছে। মৃতার দিদির বক্তব্যও কার্যত একই সুরে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ক্লাস এইটের পামেলার অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তার বেশকিছু বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে নাবালকের বিরুদ্ধে মৃতার পরিবার অভিযোগ জানিয়েছে, তার খোঁজ চলছে।


ক্লাস এইটের ছাত্রী পামেলা পড়াশোনার পাশাপাশি যথেষ্ট দক্ষ ছিল ক্যারাটেতেও। পাড়াতেও মিশুকে হিসেবে তার বেশ পরিচয় ছিল। পড়াশোনা, ক্যারাটের পাশাপাশি ইউটিউব ও ভিডিও মেকার অ্যাপে বিভিন্ন রকমের ভিডিও বানানোর সুবাদে বন্ধুমহলেও যথেষ্ট পরিচিত ছিল সে। তেমনই এক প্রাণচঞ্চল মেয়ের এহেন রহস্যমৃত্যুতে অবশ্য সামনে উঠে আসছে অন্য প্রশ্ন। আপত্তিকর ছবির ফাঁদে ব্ল্যাকমেলের বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ এর আগেও উঠেছে। পুলিশের পক্ষ থেকে বারবার যে ইস্যুতে তাদের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয় যে প্রসঙ্গে। পুলিশ প্রশাসনের কাছে ব্ল্যাকমেলের অভিযোগ জানালে সেক্ষেত্রে দুর্বত্তদের ফাঁদে তাদেরকেই সহজে ফেলে বিষয়টি সামলানো যায় বলে জানায় পুলিস। তবে হাওড়ার বালির ঘটনায় আসলে ঠিক কী হয়েছিল, তা জানা যাবে তদন্তের পরই। এর মাঝে শুধু ঝরে গেল তরুণ একটা উজ্জ্বল প্রতিভাবান প্রাণ।