অলোক সাঁতরা, মেদিনীপুর: তৃণমূল ছাড়লেন মেদিনীপুর পুরসভার দু’বারের চেয়ারম্যান। কালই মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দিচ্ছেন বিজেপিতে। গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।


তিনি ঘোষিত দাদার অনুগামী। মাসখানেক আগে মেদিনীপুরের পুর প্রশাসক পদ থেকে তাঁকে সরিয়ে দেয় তৃণমূল। প্রত্যাহার করা হয় নিরাপত্তা। শেষ পর্যন্ত তৃণমূল ছাড়লেন মেদিনীপুর পুরসভার দু’বারের চেয়ারম্যান প্রণব বসু। মেদিনীপুরে অমিত শাহের সভাতে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের এই পদত্যাগী নেতা। দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক স্নেহাশিস ভৌমিকও। যিনি শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত।

তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করার পর ক্ষোভ উগরে দিয়ে প্রণব বলেছেন, ‘শুভেন্দুবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কাল বিজেপিতে যোগ দেব। দল এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, অভিষেকের হয়ে গেছে। বয়স্কদের সম্মান দেওয়া হয় না।’

দু’বারের চেয়ারম্যানের দলত্যাগকে অবশ্য আমল দিচ্ছে না তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অজিত মাইতির মন্তব্য, ‘কে গেল, কে এল তা যায় আসে না। কর্মীরা যাবে না তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বোঝা গেছে। বিজেপির সভায় কত লোক আসছে দেখুন।’

২০১৪-র পুরভোটে মেদিনীপুরের ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টি জেতে তৃণমূল। বামেরা ৯টি ও কংগ্রেস ৩টি আসনে জেতে। তবে লোকসভা ভোটের নিরিখে মেদিনীপুরের ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই এগিয়ে বিজেপিতে। ৭টিতে লিড পায় তৃণমূল।

বৃহস্পতিবার তৃণমূল ছাড়েন কিষাণ-খেত মজুর সেলের জেলা সভাপতি। দাঁতন ও নারায়ণগড়ের একাধিক তৃণমূল নেতা পরপর দল ছেড়েছেন। এবার প্রণব বসু ও স্নেহাশিস ভৌমিক। পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল-ত্যাগের তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

আজই তৃণমূল ছেড়েছেন কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বনশ্রী। তৃণমূলের দেওয়া বাকি সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের সভাপতিকে পাঠালেন ইস্তফাপত্র।

অন্যদিকে, আজ সংখ্যালঘু অধিকার দিবসেই ইস্তফা দিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক কবিরুল ইসলাম।  যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জনসমর্থনের অন্যতম ভিত্তি,  সেখানেও ভাঙন ধরল অবশেষে। আজ দলের সংখ্যালঘু সেলের সভাপতি হাজি শেখ নুরুল ইসলামকে পদত্যাগপত্র পাঠিয়েছেন কবিরুল। দলত্যাগের পর তিনি জানিয়েছেন, তিনি সদ্য তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে বিজেপির পথে পা বাড়িয়ে রাখা শুভেন্দুর সঙ্গেই থাকবেন।