বছর দেড়েক আগে সরুলিয়ার বাসিন্দা মুলুকচাঁদ শেখের সঙ্গে বিয়ে হয় লাজিনার। গৃহবধূর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে সোনার গয়না আনার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি ওই গৃহবধূকে মারধরও করা হত। অভিযোগ, এনিয়ে বিবাদের জেরে গতকাল লাজিনাকে খাবারের সঙ্গে জমিতে দেওয়ার কীটনাশক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। রাতে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ সদস্যের বিরুদ্ধে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
মুর্শিদাবাদে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে বিষ খাইয়ে মেরে ফেলল শ্বশুরবাড়ির লোক, কেন এমন করল তারা? কী ঘটেছিল?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2018 10:59 AM (IST)
NEXT
PREV
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বেলডাঙায় চারমাসের অন্তঃসত্ত্বাকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতের নাম লাজিনা বিবি।
বছর দেড়েক আগে সরুলিয়ার বাসিন্দা মুলুকচাঁদ শেখের সঙ্গে বিয়ে হয় লাজিনার। গৃহবধূর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে সোনার গয়না আনার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি ওই গৃহবধূকে মারধরও করা হত। অভিযোগ, এনিয়ে বিবাদের জেরে গতকাল লাজিনাকে খাবারের সঙ্গে জমিতে দেওয়ার কীটনাশক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। রাতে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ সদস্যের বিরুদ্ধে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
বছর দেড়েক আগে সরুলিয়ার বাসিন্দা মুলুকচাঁদ শেখের সঙ্গে বিয়ে হয় লাজিনার। গৃহবধূর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে সোনার গয়না আনার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি ওই গৃহবধূকে মারধরও করা হত। অভিযোগ, এনিয়ে বিবাদের জেরে গতকাল লাজিনাকে খাবারের সঙ্গে জমিতে দেওয়ার কীটনাশক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়। রাতে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ সদস্যের বিরুদ্ধে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -