পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া- করোনা আবহে এবার বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলিতে কড়া বিধি নিষেধ জারি করল প্রশাসন। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ববিধি বজায় রাখার উপর নির্দেশিকা জারি করল বাঁকুড়া জেলা প্রশাসন। হোটেলগুলিতে থাকতে হলে আরটিপিসিআর টেস্ট ও ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার জেলাশাসক কে রাধিকা আইয়ার এই নির্দেশিকা জারি করেছেন। একই সঙ্গে সব ধরণের কোভিড নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।


রাজ্যে কমছে দৈনিক সংক্রমণ, নিম্নমুখী মৃতের সংখ্যাও। এই আবহে ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলিতে। যার মধ্যে অন্যতম বাঁকুড়া।  বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দির থেকে, টেরাকোটা শিল্প অথবা শুশুনিয়া পাহাড়, একসঙ্গে এত কিছু দেখার সুযোগ মেলে। উইকএন্ডে দুদিনের জন্য ঘুরে আসাই যায়। কিন্তু এবার ঘুরতে গেলে মানতে হবে বিধি। এর আগে দিঘা, দার্জিলিং সহ বীরভূমের পর্যটন কেন্দ্রগুলির ক্ষেত্রেও বিধি জারি করে প্রশাসন।


বীরভূমের জেলাশাসক নির্দেশ দিয়েছেন, পর্যটকদের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই দেখাতে হবে, ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট। অথবা, ৭২ ঘণ্টার মধ্যে করা RT-PCR রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে থাকা যাবে না। বৃহস্পতিবারই জারি হয়েছে এই বিজ্ঞপ্তি। শান্তিনিকেতনের হোটেল মালিক সুনীল গিরি বলেন, এতে আমরা খুশি।


করোনাবিধি নিয়ে কলকাতায় কড়াকড়ির এই ছবি ধরা পড়লেও, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় ধরা পড়েছে উইকএন্ডের পুরনো চেনা ছবি। পর্যটকদের আনাগোনায় রীতিমতো গমগম করছে দিঘা।  কোভিড বিধি অমান্য করেই সৈকতে ঘুরছেন পর্যটকদের বড় অংশ। অধিকাংশ পর্যটকেরই নেই মাস্ক। কার্যত গা ঘেঁষাঘেঁষি করে চলছে সমুদ্রস্নান। এই অবস্থায় সচেতনতায় জোর দিল পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা প্রশাসন। পর্যটকদের হোটেলে থাকার জন্য জারি করেছে। হোটেল মালিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, কোনও পর্যটককে রুম ভাড়া দেওয়ার আগে তাঁর কোভিড টেস্ট নেগেটিভ কিনা দেখতে হবে। অথবা, কারও ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে, তাঁকে রুম ভাড়া দেওয়া যাবে।


পাশাপাশি ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিঙে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। দার্জিলিংয়ে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না। এমনই নির্দেশ জারি করেছেন  দার্জিলিঙের জেলাশাসক।