সারেঙ্গা: শুধু ঝাড়গ্রাম নয়, এবার বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার সারেঙ্গা থানা এলাকার খয়েরপাহাড়িতেও। গ্রামবাসীরা দাবি করেছেন, কয়েকদিন আগে সর্ষে খেতের মধ্যে বাঘ দেখতে পান তাঁরা। বন দফতরও জানিয়েছে, পিরোল গাড়ি মোড় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। এ ব্যাপারে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে বন দফতর। মানুষকে সতর্ক থাকতে এলাকায় প্রচার চালানো হচ্ছে।
ঝাড়গ্রামের ধেড়ুয়ার কাছে শিয়ারমণি গ্রামেও একই অবস্থা। গ্রামে বাঘ দেখা গিয়েছে, মিলেছে তার টাটকা পায়ের ছাপ। বাঘ ধরতে খাঁচা পাতার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।
এর আগে ঝাড়গ্রামের মধুপুরের জঙ্গলের আশপাশের এলাকায় বাঘের দেখা মেলে। মধুপুরের জঙ্গল থেকে শিয়ারমণি গ্রামের দূরত্ব ১৫-১৬ কিলোমিটার। বন দফতর সূত্রে খবর, আজনাশুলি ও বক্সিবাঁধের জঙ্গল হয়ে সম্ভবত ওই গ্রামে হানা দিয়েছে বাঘটি। ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।
মধুপুরের জঙ্গলে কয়েকটি দাঁতাল নেমে এসেছে। বাঘ আর হাতি সাধারণত একসঙ্গে থাকে না। সেকারণেই ওই জঙ্গল ছেড়ে বাঘটি ধেড়ুয়ার কাছে গ্রামে হানা দিয়েছে বলে মনে করছে বন দফতর।
ঝাড়গ্রামের ধেড়ুয়ার পর এবার বাঘের আতঙ্ক বাঁকুড়ার সারেঙ্গাতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2018 08:45 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -