কলকাতা: বসিরহাটে অশান্তির নেপথ্যে উস্কানি দেখছেন অমর্ত্য সেন। রাজনৈতিক কুকার্যের কারণগুলি বিচার করা উচিত বলে মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের। যদিও, তাঁর সঙ্গে একমত নন বিজেপি নেতৃত্ব।
অমর্ত্য সেন বলেন, আমরা সবাই চিন্তিত। যে সাম্প্রদায়িক সমস্যাগুলো দেখা দিয়েছে, সেগুলো কী কারণে হচ্ছে, তার মধ্যে কতটা রাজনৈতিক কুকর্মের কারণ আছে, সেগুলো নিশ্চয় বিচার করা উচিত। তাঁর মতে, অশান্তিযর নেপথ্যে উস্কানি আছে কি না দেখতে হবে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ বলছেন কারণ খুঁজে দেখার প্রয়োজন আছে। বলেছেন, পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য আছে। যে হিন্দু-মুসলমান একসঙ্গে থাকা এবং বহুদিন ধরে সাম্প্রদায়িকতা ছাড়া থাকা। হঠাৎ এটা ফিরে আসতে পারে কী করে? সে নিয়ে সত্যি চিন্তা করার কারণ থাকবে।
এমন অনেকে আছেন, যাঁরা মনে করেন অমর্ত্য সেন যে ঐতিহ্যের কথা বলছেন, তা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজও বিসমিল্লার সানাই হিন্দুদের বিয়ের প্রধান অঙ্গ। রবিশঙ্কর-জাকির হোসেনের যুগলবন্দীতে আজও বিভোর ভারতবাসী। এক মুহূর্তের জন্য সেখানে ধর্ম বাধা হয়ে দাঁড়ায় না।
তাহলে সোশাল মিডিয়ায় সামান্য উস্কানির জেরে এখন পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠছে কেন? অমর্ত্য সেন অবশ্য এত সহজে হাল ছাড়তে নারাজ। অমর্ত্য সেন বলেছেন, আমরা হতাশ হয়ে ছেড়ে দিলাম যে এবিষয়ে কিছু করার নেই, এটা তো ঠিক হতে পারে না। আমাদের ভাবতে হবে, কীভাবে সমস্যাগুলো এসেছে, যে সমস্যাগুলো দূর করা যায়।
বসিরহাটের ঘটনায় উদ্বেগ, প্ররোচনা রয়েছে কিনা খুঁজে দেখতে হবে, বললেন অমর্ত্য
ABP Ananda, web desk
Updated at:
10 Jul 2017 05:02 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -