তুহিন অধিকারী, বাঁকুড়া: কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না। পথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম উজ্জ্বল দাস। বয়স ২২ বছর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার যমুনা স্ট্যাণ্ড এলাকায়।


স্থানীয় সূত্রে খবর, পেশায় একটি ওষুধ দোকানের কর্মচারী, কোতুলপুরেরই শিরোমনীপুর দাস পাড়ার বাসিন্দা উজ্জ্বল দাস জয়রামবাটি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিল। পথে বৃষ্টি শুরু হওয়ায় যমুনা স্ট্যাণ্ডের কাছে একটি গাছের নীচে দাঁড়ায়। তখনই এই দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। 


এর আগেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার দুর্যোগ বিধ্বস্ত এলাকায় গিয়েছিলেন ত্রাণ পৌঁছে দিতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে হরিদেবপুরের ২২ বিঘার কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মানিক বারুই নামে এই ব্যক্তি। পরিবার সূত্রে খবর, তিনি পেশায় ড্রাইভার। গাড়ি নিয়ে গিয়েছিলেন ত্রাণ পৌঁছে দিতে। কাজ শেষ হতেই ফিরছিলেন বাড়ি। স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন শীঘ্রই ফিরছেন। কিন্তু তা আর হয়নি। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বছর ৩৬-এর বাইক চালকের উপর। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের তিন কর্মীকে শোকজ করে বিদ্যুৎ দফতর। গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। 


এছাড়াও হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যু হয়। সিইএসসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। অভিযোগ প্রমাণিত হলে এফআইআর। দমকলের ডিজি জানিয়েছেন, গাছের ওপর পড়েছিল বিদ্যুতের তার। বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ বলে জানিয়েছিল সিইএসসি। গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন দমকলকর্মী। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন দমকলের ডিজি। এখনও মেলেনি সিএসএসসির কোনও প্রতিক্রিয়া।