উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে রহস্যময়ভাবে মৃত এক ব্যবসায়ী। স্থানীয় এসপি মুখার্জি রোডে একটি নির্মীয়মাণ বহুতল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অমিতকুমার সোনকার, পেশায় রসুন ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, মাথা থ্যাঁতলানো অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ইট উদ্ধার হয়েছে।


ব্যবসায়ী খুনের পর সবাই প্রথমে ভেবেছিল, এর নেপথ্যে আছে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ। কিন্তু, তদন্ত যত এগিয়েছে, ততই স্পষ্ট হচ্ছে পর-স্ত্রীর সঙ্গে সম্পর্কের তত্ত্ব!


পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে টিটাগড়ের এস পি মুখোপাধ্যায় রোডের একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে ৩ বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন অমিত সোনকার। এদিন সকালে ওই বাড়ির ছাদ থেকেই অমিতের মৃতদেহ উদ্ধার হয়।


স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে, অমিতকে শেষবারের মতো দেখা গিয়েছিল সরিফুল, মহম্মদ রাজু ও পাপ্পু সাউ নামে ৩ বন্ধুর সঙ্গে। এদের মধ্যে মহম্মদ রাজুকে টানা জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মদ্যপানের আসরে বচসার সময় ইট দিয়ে অমিতের মাথায় মারেন সরিফুল। সেখানেই মৃত্যু হয় অমিতের।


কিন্তু, কেন এই প্রাণঘাতী হামলা? পুলিশ সূত্রে জানা গেছে, নিজের বিবাহ বিচ্ছেদের পর বন্ধু সরিফুলের স্ত্রী’র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় অমিতের। সম্প্রতি, তা জানতে পারেন সরিফুল।


সবপক্ষের দাবি খতিয়ে দেখেছে পুলিশ। সরিফুল ও পাপ্পু সাউয়ের খোঁজে চলছে তল্লাশি।