পশ্চিম মেদিনীপুর: গড়বেতায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে রুজু হয়েছে মামলা।
নির্যাতিতা ছাত্রীর মা পরিচারিকার কাজ করেন। তাঁর দাবি, সোমবার দুপুরে মেয়ে বাড়িতে একা ছিল। কাজল উপাধ্যায় নামে এক প্রতিবেশী চকলেটের লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরে মা ফিরে এলে, কাঁদতে কাঁদতে তাঁকে সব জানায় পঞ্চম শ্রেণির ছাত্রীটি।
এরপর প্রথমে গ্রাম পঞ্চায়েত এবং তারপর চন্দ্রকোণা রোড পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত দোষ কবুল করেছে বলে পুলিশ সূত্রে দাবি।
চকলেটের লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘যৌন নির্যাতন’, গ্রেফতার প্রতিবেশী
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jan 2018 06:41 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -