কলকাতা: কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার নির্দেশ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের।  আগামী ৩০ তারিখ পাতিয়ালা হাউস কোর্টে হাজির হতে তাঁকে  নির্দেশ দেওয়া হয়েছে।  বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় আদালতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  ইডির আবেদনের ভিত্তিতেই তাঁকে আদালত হাজিরার নির্দেশ দিয়েছে।


এদিকে, কয়লাকাণ্ডের তদন্তে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে ইডি। তাদের সেই সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে  শুক্রবার দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।


কয়লাকাণ্ডে, গত ১ সেপ্টেম্বর রুজিরা বন্দ্যোপাধ্যায় ও ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে দিল্লিতে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১ সেপ্টেম্বর দিল্লি যাননি অভিষেক-জায়া রুজিরা। ইডি সূত্রের খবর, অতিমারির ঝুঁকির কারণ উল্লেখ করে তিনি ইডিকে চিঠি দেন। কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে, সেটা তাঁর পক্ষে সুবিধাজনক বলেও চিঠিতে জানান রুজিরা বন্দ্যোপাধ্যায়।


৬ সেপ্টেম্বর, দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।পরে বাইরে বেরিয়ে ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তিনি বলেছিলেন, সবাই জানে ক্যামেরার সামনে যারা হাত পেতে টাকা নেয়, তাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা ব্যবস্থা নেয় না। কারণ তারা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। বিজেপির বিরুদ্ধে লড়লেই হ্যারাস করতে হবে। এই কেস কলকাতার। আমাকে দিল্লিতে ডাকা হয়েছে।


৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করে ইডি। যদিও তিনি যাননি। এরপর ১১ সেপ্টেম্বর ফের তৃণমূল সাংসদকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাতে বলা হয়,আগামী মঙ্গলবার তদন্তকারীদের সামনে উপস্থিত হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।


এই প্রেক্ষাপটেই কয়লাকাণ্ডে ইডির সমন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন তিনি।


এর আগে কয়লাকাণ্ডের তদন্তে গত ২৩ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।