কলকাতা: বাংলাতেই প্রবলবেগে বাড়ছে করোনাভাইরাস (Coroanvirus)। রাজ্যে একদিনে ৬ হাজার ৭৮ জন করোনা আক্রান্ত, ১৩ জনের মৃত্যু হয়েছে। খিদিরপুরের আইডিয়াল আবাসনকে চিহ্নিত করা হল কনটেনমেন্ট জোন হিসাবে। ৭৮ নম্বর ওয়ার্ডের আইডিয়াল আবাসন চিহ্নিত হয়েছে। আবাসনে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। চলছে স্যানিটাইজেশনের কাজ পিপিই পরে কাজ করছেন পুরসভার কর্মীরা।
কলকাতায় (Kolkata) একদিনে ২৮০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। সেখানে একদিনে ১ হাজার ৫৭ জন সংক্রমিত হয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) একদিনে ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, ২ জনের মৃত্যুর খবর এসেছে। গতকালের চেয়ে বাড়ল মৃত্যু। রাজ্য স্বাস্থ্য় দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনেক। তবে গতকালের তুলনায় সামান্য কমল সংক্রমণ।
ব্যারাকপুর পুরসভা এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত। ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। যাঁদের বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের বাড়ির লোককে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। যে কোনও সাহায্যের প্রয়োজনে ফোন নম্বর দেওয়া হয়েছে বাসিন্দাদের।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন উডল্যান্ডস হাসপাতালে। আজ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, এখনও কিছুটা শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই ভাল আছেন মন্ত্রী। তাঁকে আরও তিন-চারদিন বাড়িতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।
অন্যদিকে, করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য লক্ষ্মীরতন শুক্ল। রাজের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন হোম আইসোলেশনে রয়েছেন। সামান্য জ্বর রয়েছে তাঁর বলে সূত্রের খবর।
এদিকে, কলকাতা পুলিশেও করোনার থাবা। লালবাজার সূত্রে খবর, যুগ্ম কমিশনার পদমর্যাদার ২ অফিসার, ৬ জন ডেপুটি কমিশনার সহ কলকাতা পুলিশের ৮৩ জন কর্মী করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে ১৬ জন ভর্তি হাসপাতালে। সিআইডি-তেও ডিআইজি সিআইডি সহ আরও ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।