হাওড়া: সেনাবাহিনীতে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। হাওড়া থেকে গ্রেফতার দম্পতি-সহ ৩।
পুলিশ সূত্রে খবর, সালকিয়ার ভৈরব দত্ত লেন থেকে চলত এই প্রতারণা চক্র। দালালদের মাধ্যমে মূলত উত্তরপ্রদেশ এবং বিহারের বিভিন্ন গ্রামের বেকার যুবকদের। সেনাবাহিনীতে চাকরির টোপ দেওয়া হতো। এক-এক জনের থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা চাওয়া হত বলে অভিযোগ। বলা হত নির্দিষ্ট দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেলতে।
অভিযোগ, এই ফাঁদে অনেকেই পা দিয়েছেন। চাকরির আশায় কেউ চড়া সুদে ধার করেছেন। কেউ কেউ আবার জমি বিক্রি করেও টাকা দিয়েছেন। কিন্তু, কেউই চাকরি পাননি। সম্প্রতি, উত্তরপ্রদেশের গাজিপুরের কয়েকজন যুবক হাওড়ায় এসে বলেন, তাঁদের চাকরির দরকার নেই। কিন্তু টাকাটা ফেরত দেওয়া হোক। অভিযোগ, টাকা তো মেলেইনি, উল্টে তাঁদের মারধর করা হয়।
জিউত কুমার নামে এক অভিযোগকারী জানান, তিনি তিন লক্ষ ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। টাকা ফেরত চাইলে মারধর করেছে। মেরে ফেলার হুমকি দিয়েছে। আরেক অভিযোগকারী উমেশ কুমার গোন্দ জানান, বলেছিল আর্মিতে জয়েন করাবে। তাঁর দাবি, ধার করে টাকা দিয়েছিলেন। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয়। অরিজিনাল সার্টিফিকেট ও নথি নিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
উত্তরপ্রদেশের এই যুবকদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভৈরব দত্ত লেনের বাড়িতে হানা দেয় গোলাবাড়ি থানার পুলিশ। গ্রেফতার করা হয় উপেন্দর সিংহ, তাঁর স্ত্রী রিনা এবং কৃষ্ণ সিংহকে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।