সন্দীপ সরকার, কলকাতা: উপসর্গহীন করোনা রোগীদের খুঁজতে বিশেষ উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৮টি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রতিটি হাসপাতাল থেকে মাসে ৪০০ জনের নমুনা সংগ্রহ করে, হবে আরটি-পিসিআর টেস্ট।


রাজ্যে কিছুটা কমেছে করোনা সংক্রমণের গ্রাফ। তবে কমছে না উদ্বেগ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থার্ড ওয়েভ অনিবার্য। এরইমধ্যে, এবার উপসর্গহীন করোনা রোগীদের খুঁজতে বিশেষ উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। যার পোশাকি নাম দেওয়া হয়েছে, সেন্টিনেল সার্ভিল্যান্স। 


এর প্রধান উদ্দেশ্য, উপসর্গহীন করোনা আক্রান্তদের খুঁজে বার করে সংক্রমণে রাশ টানা। মূলত, হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের থেকেই এই অনুসন্ধান শুরু হবে। এর জন্য প্রত্যেক জেলা ও স্বাস্থ্য জেলা থেকে একটি করে হাসপাতাল চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ২৮টি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। যেমন - কলকাতা থেকে বেছে নেওয়া হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজকে। 


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতিটি হাসপাতাল থেকে মাসে ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা টেস্ট করাতে হবে।  স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতি মাসে সব মিলিয়ে ১১ হাজারের বেশি নমুনা পরীক্ষা হবে।


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশিকা পাঠানো হয়েছে।  


 রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৩১ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৪ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১৬১ জন। যার জেরে আরও ৩৪৪ জন কমে রাজ্যের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে এসেছে ১২ হাজার ৯৮৪ জনে।


বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৫ হাজার ৫৭১টি করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৮৩১  জনের রেজাল্ট পজিটিভ আসায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ। রাজ্যে সুস্থতার হার এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৯৭.৯৬ শতাংশে। এদিকে, গত একদিনে উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও কলকাতা, শুধুমাত্র এই তিন জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশের উপরে। তিন জেলায় গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৯৬, ৮৩ ও ৭৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। এদিকে নদিয়ায় গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩ জনের, জেলাওয়াড়ি হিসেবে যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। উত্তর ২৪ পরগণা,  কলকাতা ও দার্জিলিংয়েও ২ জন করে মারা গিয়েছেন কোভিডে। পাশাপাশি উত্তর দিনাজপুর, বীরভূম, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে প্রয়াত হয়েছেন করোনার কারণে।