কলকাতা: নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও, দক্ষিণবঙ্গ জুড়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও চলবে বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টি কমলেও, জমা-জলের যন্ত্রণা কমেনি। জমা জল এখনও নামেনি সব জায়গা থেকে। তার ওপর ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই কপালে এখনও চিন্তার ভাঁজ শহরবাসীর।
বুধবার সকাল থেকে মাঝেমধ্যেই উঁকি দিয়েছে রোদ, দফায় দফায় কালো হয়ে এসেছে আকাশ। এই প্রেক্ষিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের ওপর।
যদিও রাজ্যের উপর এখনও সক্রিয় মৌসুমী বায়ু। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হবে গোটা রাজ্যে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গে।
দিনভর বৃষ্টি না হলেও সাধারণ মানুষকে ভুগিয়েছে জমা জল। জলবন্দি মহেশতলা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডে বেহালার রবীন্দ্রনগরেও জমা জলের সমস্যা।
অন্যদিকে, এখনও জলমগ্ন কলকাতা পুরসভার ১২৫ ও ১২৬ নম্বর ওয়ার্ডের শীলপাড়ার বিস্তীর্ণ এলাকা। প্রতিবাদে বুধবার সকালে ডায়মন্ডবারবার রোডে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। পাল্টা প্রতিবাদে নামে তৃণমূলও।
জমা জলই শুধু নয়, মানুষের যন্ত্রণা বাড়িয়েছে বেহাল রাস্তাও। যাতায়াত করতে হচ্ছে প্রাণ হাতে করে। এক ছবি তারাতলাতেও। খানা-খন্দে ভরা রাস্তায় প্রতি মুহূর্তে প্রাণ হাতে করে যাতায়াত।
প্রতি বর্ষাতেই কেন এই দুর্ভোগ? কেন এখনও হল না স্থায়ী সমাধান? প্রশ্ন শহরবাসীর।