কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:আগামী ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা হবে। পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুত্‍ সংযোগ অব্যাহত থাকে, তার জন্য অ্যাডভাইসরি জারি করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাল পরীক্ষা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে! শেষে সুপ্রিম কোর্টে নির্দেশে পরীক্ষার সময়সূচির প্রস্তাব দিয়ে ইউজিসি-র কাছে আবেদন করেছিল রাজ্য। সেই আবেদনের মান্যতা মিলেছে। ইউজিসি তার নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে, ২-৩ ঘণ্টার বেশি পরীক্ষা নেওয়া যাবে না।

তবে প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোড করার জন্য দেওয়া হবে অতিরিক্ত ৩০ মিনিট সময়।

কিন্তু সব মিলিয়ে এর থেকে বেশি সময় দেওয়া হলে, সেটা পরীক্ষা বলে গণ্য হবে না বলেও জানিয়েছে ইউজিসি।

বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা। তারউপর ই-মেল থেকে প্রথমে প্রশ্নপত্র ডাউনলোড, হাতে উত্তর লেখা এবং শেষে সেই উত্তরপত্র ইন্টারনেটে আপলোড করা---করোনা আবহে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের। যার জন্য অপরিহার্য বিদ্যুত্‍ সংযোগ!!!

এই প্রেক্ষাপটে এদিন ট্যুইট করে শিক্ষামন্ত্রী বলেন, সিইএসসি ও রাজ্য বিদ্যুত্‍ পর্ষদকে ১ থেকে ১৮ অক্টোবর, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখতে অ্যাডভাইসরি দেওয়া হয়েছে।

প্রেসিডেন্সি ও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাদে রাজ্যে সব মিলিয়ে স্নাতক ও স্নাকোত্তরের পরীক্ষার্থী প্রায় সাড়ে সাত লক্ষ। একইসময়ে হবে পরীক্ষা। সেই কারণেই গোটা বিষয়টি নিয়ে এত তত্‍পরতা!